মোংলায় আগুনে পুড়ে ছাই ভ্যান চালকের বসতঘর
- আপডেট টাইম : ০৩:৪৯:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ২৩১ ৫০০০.০ বার পাঠক
ওমর ফারুক মোংলা।।
মোংলায় আগুনে পুড়ে ছাই হয়েগেছে কবির নামে এক ভ্যান চালকের বসত ঘর।উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড মালগাজী ক্লাব সংলগ্ন এলাকায় আজ বিকাল আনুমানিক ৪ টা ৩০ মিনিট সময় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় বিকেলে হঠাৎ করে তারা কবিরের বসতঘর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান দেখতে পেয়ে আগুন নিভানোর জন্য তারা ছুটে যায়, দীর্ঘ এক ঘন্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হলেও রক্ষা করা যায়নি কবিরের বসত ঘরটি। আগুনের লেলিহানে পুড়ে ছাই হয়ে গেছে ঘরের সকল মালামাল। এ সময় বসত ঘরে কেউ না থাকাতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ভ্যান চালক কবির জানান ঐ সময় আমি ভ্যান নিয়ে রাস্তায় ছিলাম, আমার স্ত্রী একজন গার্মেন্টস শ্রমিক সে তার কর্মস্থলে থাকায় ঘরে কেউ ছিলনা, মাত্র একমাস আগে ধারদেনা করে আমি ঘরটি করেছিলাম, এখন দুই মেয়েকে নিয়ে মাথাগোজার ঠাই এমন কি পড়নের কাপর পযন্ত আমার নেই।