পাথরঘাটা পৌরসভায় প্রেমিকার সাথে অভিমান এক কিশোর আত্মহত্যা
- আপডেট টাইম : ০৫:৩৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ২১৫ ৫০০০.০ বার পাঠক
নুর এ আলম, পাথরঘাটা প্রতিনিধি।।
বরগুনার পাথরঘাটায় প্রেমিকার সাথে অভিমান করে রুবেল নামে এক কিশোর আত্মহত্যা করেছে। শনিবার বেলা ১০ টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পাথরঘাটা সদর ইউনিয়নের দক্ষিণ পাথরঘাটা গ্রামে জামাল মিয়ার মেয়ে এ ঘটনা ঘটায়। রুবেল ঐ এলাকার আঃ জলিল মিয়ার ছেলে। রুবেল একটি বেসরকারি কোম্পানীতে চাকরী করতেন।
রুবেলের বড় ভাই সোহেল জানায়, সকালের দিকে আমরা কাজে বের হই, মিম খেলতে যায়। মা পাশের বাড়িতে একটি কাজের জন্য যায়, বাড়ি এসে দরজা বন্ধ দেখতে পেয়ে রুবেল কে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে আড়ার সাথে ঝুলতে দেখা যায়। পরে দরজা ভেঙ্গে ঝুলন্ত রুবেলকে এবং একটি চিরকুটসহ উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
দীর্ঘদিন ধরে জাকিয়া আক্তার নামে এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। রুবেল ওই মেয়েকে বিবাহ করতে চাইলে মেয়ের বোন জামাই ২ লাখ টাকা দাবি করে। ২ লাখ টাকা দিলে তার শ্যালিকার সাথে রুবেলের বিয়ে দিবে বলে জানায়।
পাথরঘাটা থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ তদন্ত এবং চিরকুট উদ্ধারে চেস্টা চলছে।