বিরামপুরে ভারতীয় নেশা জাতীয় মাদকদ্রব্য এ্যাম্পোল ইনজেকশন সহ ২ মাদকব্যবসায়ী আটক
- আপডেট টাইম : ০৬:১২:৩৭ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ২০৯ ৫০০০.০ বার পাঠক
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরামপুর
(১৮ মার্চ) বিকাল অনুমান ১৭ঃ৫০ ঘটিকার সময় বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিরামপুর পৌরসভাধীণ ৫ নং ওয়ার্ড এর হোসেনপুর মহল্লাস্থ ঘাটপাড় ব্রীজের পূর্বপাশে মোঃ শরিফুল ইসলাম রাজুর ভ্যারাইটিস ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে একটি ডায়াং-৮০ মোটর সাইকেলে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা, ২৪০ পিচ ভারতীয় নেশা জাতীয় মাদকদ্রব্য এ্যাম্পোল ইনজেকশন সহ মাদক ব্যবসায়ী মোঃ হাফিজুর (৪১), পিতা-মোঃ খবির উদ্দীন, মোঃ রুবেল হোসেন (২৫), পিতা-মোঃ জাহিদুল ইসলাম, উভয় সাং-চাপড়া, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুরদ্বয়কে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ। সে সময় তাদের সহযোগী অপর আসামী মোঃ আলম (৩৫) কৌশলে পালিয়ে যায়। এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং-১৩, ধারাঃ ৩৬(১) সারণির ১৯(ক)/৮(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। উদ্ধারকারী অফিসার এসআই
হরিদাস বর্মন, এএসআই সুলতান বাদশা নয়ন ও সঙ্গীয় অফিসার ফোর্স। অভিযান অব্যাহত আছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।