নানা আয়োজনের মধ্য দিয়ে পাথরঘাটায় বাঙালি জাতির জনকের জন্ম দিবস পালিত
- আপডেট টাইম : ০৫:৪২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ৪১২ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদক।।
সারা দেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠান সহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এসময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা (৩১৫) এ সময়ে তার সাথে আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাবির হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম আকন ও নব গঠিত ছাত্র লীগের সভাপতি মোঃ ওয়ালিদ মক্কি,সাধারণ সম্পাদক আহমেদ সুজন সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এসময়ে মহিলা সাংসদ সুলতানা নাদিরা প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না জন্ম নিলে বাংলাদেশ স্বাধীনতা পেত না,
তার কারনে আজ বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে এবং শিশুরা তাদের অধিকার ফিরিয়ে পাওয়া সহ শিশুদের মূল্যায়ন করেছেন এভাবে সংক্ষিপ্ত আকারে তার জীবনী সম্পর্কে আলোচনা করেন।পরিশেষে বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের উপস্থিতিতে স্বাধীনতা রজতজয়ন্তী উপলক্ষে এক প্রদর্শনী মেলার শুভ উদ্ভোদন করেন।