নাসিরনগরে অটোরিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-২
- আপডেট টাইম : ০৮:৫৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ২২৮ ৫০০০.০ বার পাঠক
সুমন গোপ প্রতিনিধ।। আজ ১৬ মার্চ ২০২২ রোজ বুধবার বেলা প্রায় আড়াই ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সরাইল নাসিরনগর মহাসড়কের ধনকুড়া নামক স্থানে অটোরিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আলী শাহ নামক এক ব্যাক্তি ঘটনাস্থলেই মারা গেছে।তাছাড়াও মোস্তাফিজুর রহমান ও মারিয়া নামক (৭) বছরের এক শিশুকে মুমূর্ষ অবস্থায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছে।পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে।জানা গেছে আহত ও নিহতরা সবাই একই পরিবারের লোক।তাদের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামে।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, নাম্ভার বিহীন ট্রাকটি খালের নীচে খাদে পড়ে রয়েছে।ঘাতক চালক সুকৌশলে পালিয়ে গেছে।ট্রাকের পেছনে নাম্ভার না নেই,কিন্তু মালিকের নাম ফুল মিয়া ও মোবাইল নাম্ভার ০১৭২৩৪১১১২৮ লেখা থাকলেও ওই নাম্ভারে ফোন দিলে নাম্ভারটি বন্ধ পাওয়া যায়।উৎসুক জনতা ঘাতক ট্রাকটিকে দেখতে ভীড় করতে দেখা গেছে।
ধনকুড়া গ্রামের লোকজন জানায়,এখানে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে।এখানে কিছু দিন পরপরই দুর্ঘটনা ঘটে।গ্রামের লোকজন জানায় এখানে একটি স্পীডব্রেকার দেয়ার বহু জায়গা ধর্না দেয়া হয়েছে।ধনকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানায়, গ্রাম বাসীর অনুরোধে আমি প্রায় দুই বছর আগে স্পীডব্রেকারের জন্য আবেদন করলেও এখন পর্যন্ত কোন কাজ হয়নি।