তাপস দশ বছর আগে কি ছিলেন এটিএন বাংলায় চাকরি করতেন
- আপডেট টাইম : ০৯:৫৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ৩২৪ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদক।।
আজ থেকে ১০ বছর আগে তাপসের অবস্থা কেমন ছিলো বাংলা গানের সাথে জড়িত বা বাংলা গানের খোঁজ রাখেন তাদের সবারই মনে থাকবার কথা।
এই তাপস চাকুরী করতেন এটিএন বাংলায়। যদি ভুল করে না থাকি,তাপসের দুই একটি গান ছড়া এবং ইভা রহমানের গানের কম্পোজিশন করা ছাড়া পরিচয় দেয়ার মত কিছুই ছিলো না।
সেই তাপস এখন একটি চ্যানেলের মালিক।
গণভবনে তাপসের “দে তালি” গানের সাথে গলা মেলায় স্বয়ং দেশের পিএম।
তাপস এখন মিউজিক ভিডিওতে মডেল হওয়ার জন্য উড়িয়ে আনেন নার্গিস ফাখরিকে।
তাপসের মেয়ের বিয়েতে নাচার জন্য উড়ে আসেন সানি লিওন।
তাপসের মেয়ের বিয়ের সঙ্গীত সন্ধ্যায় গান গাইতে আসেন কৈলাশ খের।
তাপসের মেয়ের বিয়েতে নাচতে আসেন ওপার বাংলার সংসদ এবং নায়িকা মিম।
কিভাবে সম্ভব একজন সাধারণ মধ্যবিত্ত নাগরিকের এত কিছু অর্জন করা?
এই গোপন রহস্যটি আমাদের জানা উচিৎ, টিসিবির লাইনে দাঁড়াতে আর ভালো লাগে না।
ফেসবুকে লেখা