ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
সরকারি রাস্তা আওয়ামী লীগ নেতার দখলের চেষ্টা।এই বিষয়ে সময়ের কন্ঠস্বরে নিউজ প্রকাশের পর এসিল্যান্ডের নিষেধাজ্ঞা ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সমগ্র বাংলাদেশ) পাকুন্দিয়া উপজেলা শাখা কমিটির সকলকে সনদ প্রদান ও আলোচনা সভা ২৫২ বছরের ইতিহাসে চট্টগ্রামে এই প্রথম নারী ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেটের পদায়ন ফরিদা খানম গাজীপুর জেলা মহানগর কাশিমপুরে স্বাধীন মত প্রকাশের জেরে থানার ওসির নেতৃত্বে একাধিক সাংবাদিকের নামে মিথ্যা মামলা আজমিরীগঞ্জ পৌর এলাকার গন্জেরহাটি গ্রামের সরকারি রাস্তা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রনব বনিকের দখলের চেষ্টা নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে আহত সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান চট্টগ্রামে জনতা ব্যাংক সিবিএ নেতা আফসার আ.লীগের আমলে দাপট দেখিয়ে এখন বিএনপি নিয়োগ, বদলি, চাঁদাবাজি করে কামিয়েছেন টাকা মহারাষ্ট্রে ভূমিধস জয়ের পথে বিজেপি জোট, ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’ পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু জুলাই বিপ্লবে আহত বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের ছেলে মো. বাবুকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে থাইল্যান্ড

ওয়াজ করে দেশ বিদেশে সুনাম অর্জন জুবায়ের আহমাদ তাশরীফ

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৩:০০:২২ অপরাহ্ণ, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • / ১৮২ ৫০০০.০ বার পাঠক

নিজস্ব প্রতিবেদক।।

গাজীপুরে জন্ম হাফেজ কারী জুবায়ের আহমাদ তাশরীফের। শিশু থাকা অবস্থায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে নজর কাড়েন। মাঠে ময়দানে ইসলামী সঙ্গীত গেয়ে সুপরিচিত হয়ে ওঠেন। ইসলামের দাওয়াত দিয়ে জনপ্রিয়তাও অর্জন করেছেন তরুণ এই বক্তা।

দেশের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক দেশে রয়েছে জুবায়ের আহমাদ তাশরীফের ভক্ত। যারা নিয়মিত তাকে অনুসরণ করেন। ইসলামিক চ্যানেল মুসলিম টিভিসহ অনেক চ্যানেলে রয়েছে তার অসংখ্য তিলাওয়াত নাশিদ ও বক্তব্য।

ইসলামিক নাশিদ পেজ হলিটিউনে রয়েছে তার গাওয়া চমৎকার একটি নাশিদ ‘ও মদিনার মাটি’ ১ কোটিরও বেশিবার দেখা হয়েছে। খুব কম সময়ে খুব সাড়া পড়েছে এ নাশিদটির এছাড়াও বিভিন্ন হামদ নাত রয়েছে তার গাওয়া। কিছু দিনের ভেতরে তার কন্ঠে আরও কিছু মনোমুগ্ধকর নাশিদ বের হবে ইনশাআল্লাহ।

জুবায়ের আহমাদ তাশরীফ বর্তমানে পড়াশোনার পাশাপাশি খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকার তুরাগের মুহাম্মাদিয়া জামে মসজিদে।

তরুণ বক্তা জুবায়ের আহমাদ তাশরীফের Jubayer Ahmad Tasrif নামে ব্যক্তিগত পেইজ রয়াছে রয়েছে যেটিতে ২ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ যুক্ত রয়েছেন। পেজটিতে তার ব্যক্তিগত পোস্ট বয়ান তিলাওয়াত নাশিদ ও লাইভ শেয়ার করেন তিনি।

ছোটবেলা থেকেই সরাসরি মঞ্চে তিলাওয়াত করে আসছেন জুবায়েরআহমাদ তাশরীফ। কেরাত শিখেছেন তার প্রিয় উস্তাদ সারা বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র হাফেজ কারী নাজমুল হাসানের কাছ থেকে। এবং ইসলামী সংগীত নিয়ে শানে মাদীনা শিল্পীগোষ্ঠী থেকে আজহার ইবনে রেজার হাত ধরে পথচলা শুরু করেন জুবায়ের আহমাদ তাশরীফ।

এটিএন বাংলা, বৈশাখী টিভি, চ্যানেল ২৪সহ দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে তিলাওয়াত করেন ও বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন। রয়েছে অসংখ্য পুরস্কার।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ওয়াজ করে দেশ বিদেশে সুনাম অর্জন জুবায়ের আহমাদ তাশরীফ

আপডেট টাইম : ০৩:০০:২২ অপরাহ্ণ, রবিবার, ১৩ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক।।

গাজীপুরে জন্ম হাফেজ কারী জুবায়ের আহমাদ তাশরীফের। শিশু থাকা অবস্থায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে নজর কাড়েন। মাঠে ময়দানে ইসলামী সঙ্গীত গেয়ে সুপরিচিত হয়ে ওঠেন। ইসলামের দাওয়াত দিয়ে জনপ্রিয়তাও অর্জন করেছেন তরুণ এই বক্তা।

দেশের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক দেশে রয়েছে জুবায়ের আহমাদ তাশরীফের ভক্ত। যারা নিয়মিত তাকে অনুসরণ করেন। ইসলামিক চ্যানেল মুসলিম টিভিসহ অনেক চ্যানেলে রয়েছে তার অসংখ্য তিলাওয়াত নাশিদ ও বক্তব্য।

ইসলামিক নাশিদ পেজ হলিটিউনে রয়েছে তার গাওয়া চমৎকার একটি নাশিদ ‘ও মদিনার মাটি’ ১ কোটিরও বেশিবার দেখা হয়েছে। খুব কম সময়ে খুব সাড়া পড়েছে এ নাশিদটির এছাড়াও বিভিন্ন হামদ নাত রয়েছে তার গাওয়া। কিছু দিনের ভেতরে তার কন্ঠে আরও কিছু মনোমুগ্ধকর নাশিদ বের হবে ইনশাআল্লাহ।

জুবায়ের আহমাদ তাশরীফ বর্তমানে পড়াশোনার পাশাপাশি খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকার তুরাগের মুহাম্মাদিয়া জামে মসজিদে।

তরুণ বক্তা জুবায়ের আহমাদ তাশরীফের Jubayer Ahmad Tasrif নামে ব্যক্তিগত পেইজ রয়াছে রয়েছে যেটিতে ২ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ যুক্ত রয়েছেন। পেজটিতে তার ব্যক্তিগত পোস্ট বয়ান তিলাওয়াত নাশিদ ও লাইভ শেয়ার করেন তিনি।

ছোটবেলা থেকেই সরাসরি মঞ্চে তিলাওয়াত করে আসছেন জুবায়েরআহমাদ তাশরীফ। কেরাত শিখেছেন তার প্রিয় উস্তাদ সারা বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র হাফেজ কারী নাজমুল হাসানের কাছ থেকে। এবং ইসলামী সংগীত নিয়ে শানে মাদীনা শিল্পীগোষ্ঠী থেকে আজহার ইবনে রেজার হাত ধরে পথচলা শুরু করেন জুবায়ের আহমাদ তাশরীফ।

এটিএন বাংলা, বৈশাখী টিভি, চ্যানেল ২৪সহ দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে তিলাওয়াত করেন ও বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন। রয়েছে অসংখ্য পুরস্কার।