লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১
- আপডেট টাইম : ১২:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ২২১ ৫০০০.০ বার পাঠক
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম ওসি নামের একজন নিহত হয়েছে । এ সময় অপর এক দূর্ঘনায় একজন গুরুত্বর আহত হয়েছে ।
রবিবার ( ১৩ মার্চ) দুপুরে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার মিলন বাজার এলাকায় এ ঘটনা ঘটে । নিহত আরিফুল ওই উপজেলার পশ্চিম সাড়ডূবি গ্রামের মুক্তিযোদ্ধা সফিয়ার রহমানের পুত্র বলে জানা গেছে ।
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান , বড়খাতা থেকে হাতীবান্ধা আসার পথে পশ্চিম সারডুবী প্রাইমারী স্কুলের সামনে বুড়িমারীগামী একটি ট্রাক এর সাথে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আরিফুল পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে একই সময়ে উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় ট্রাক ও মোটর সাইকেল এর সংঘষে দালাল পাড়া এলাকার আবু তাহেরের পুত্র সামিম গুরুত্বর আহত হয়। আহত শামিমকে
প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসক রেহেনুবা ইসলাম জানান, মাথায় গুরুতর আঘাতের কারনে প্রচুর রক্তক্ষরনে তার মুৃত্যু হয়। অপর একজন কে উন্নত চিকিসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক ।