ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে সভাপতি মহাদেব সাধারণ সম্পাদক আনছারুল কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে নারী মৃত্যু গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে মোংলায় এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসুচি পালন মঠবাড়ীয়ায় ৭ ই নভেম্বর ঐতিহাসিক জাতীয়বিপ্লব ও সংহতি দিবস পালিত দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড ভাড়ায়চালিত মোটরসাইকেল পিষে দিল ট্রাক, ৩ আরোহী নিহত ট্রাম্পের বিজয়ের দিনে লেবাননে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ৪০ ট্রাম্পের সঙ্গে ফােনালাপ ট্রুডো-ম্যাক্রোঁর, সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা বাগেরহাটের রামপালে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান চাঁদাবাজি মামলায় গ্রেফতার আদালতে প্রেরণ পাকুন্দিয়া উপজেলা জাঙ্গালিয়া ইউনিয়নে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসভা দিনাজপুরের ফুলবাড়ীতে হাজীদের পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিস্ফোরক দ্রব্য সংকটের কারণে মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলন বন্ধ

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৬:১৮:১৮ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • / ১৮৪ ৫০০০.০ বার পাঠক

বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি।।

বিস্ফোরক দ্রব্য (অ্যমোনিয়াম নাইট্রেট) সংকটের কারনে দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের মধ্যপাড়া খনির পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে।

গতকাল শনিরার সকাল থেকে পাথর উত্তলোন কাজ বন্ধ রেখে খনি শ্রমিকদের সাময়িক ছুটিতে পাঠিয়েছেন খনিটির ঠিকাদারী প্রতিষ্টান জার্মানিয়া ট্রাষ্ট কনসোডিয়াম (জিটিসি)।

এদিকে খনিতে পাথর উত্তোলন বন্ধ থাকায় প্রতিদিন সাড়ে পাচ হাজার মেট্রিকটন পাথর উত্তোলন থেকে বঞ্চিত হচ্ছে খনিটি। খনির ঠিকাদারী প্রতিষ্টান জিটিসির একটি সুত্র জানায়,চুক্তি অনুযায়ী পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য (অ্যমোনিয়াম নাইট্রেট) খনি কর্তৃপক্ষের সরবরাহ করার দায়িত্ব থাকলেও সময় মতো তা সরবরাহ না করায় খনির উৎপাদন কাজ বন্ধ করতে হয়েছে তাদেরকে।

খনি শ্রমিকরা জানায়,খনিতে বিস্ফোরক দ্রব্য (অ্যমোনিয়াম নাইট্রেট) মজুদ না থাকায় খনির অভ্যন্তরে বোমা ব্লাাষ্টিং এর কাজ বন্ধ থাকার কারনে খনির উৎপাদন কাজ বন্ধ করে দিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি,সে কারনে তাদের সাময়িক ছুটি প্রদান করা হয়েছে।
অপরদিকে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে বিষয়টি নিশ্চিত করলেও তারা এবিষয়ে কথা বলতে রাজী হননি। মধ্যপাড়া মাইনিং কোম্পানী লিঃ (এমজিএমসিএল) কতৃপক্ষ বলছেন,কভিড-১৯ পরিস্থিতি ও সম্প্রতিক ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারনে সময় মতো বিস্ফোরক দ্রব্য (অ্যমোনিয়াম নাইট্রেট) আমদানী করা সম্ভাব হয়নি,তবে আগামী দু”সপ্তাহের মধ্যে খনিতে বিস্ফরক দ্রব্য সরবরাহ করা হবে বলে আশা করছেন খনি কর্তৃপক্ষ।

খনি সুত্রে জানাগেছে,মধ্যপাড়া পাথর খনি থেকে পাথর উত্তোলনের জন্য ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোডিয়াম জিটিসি”র সাথে আগামী ছয় বছরের পুনঃ চুক্তি করেন মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানী লিঃ (মধ্যপাড়া পাথর খনি) কর্তৃপক্ষ। সেই চুক্তি অনুযায়ী প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার মে:,টন পাথর উত্তোলন করেন ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি। কিন্তু পাথর উত্তোলন কাজে ব্যাবহৃত বিস্ফরক দ্রব্য শেষ হয়ে যাওয়ার কারনে,শনিবার সকাল থেকে খনির পাথর উত্তোলন কাজ বন্ধ হয়ে যায়।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিস্ফোরক দ্রব্য সংকটের কারণে মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলন বন্ধ

আপডেট টাইম : ০৬:১৮:১৮ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ মার্চ ২০২২

বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি।।

বিস্ফোরক দ্রব্য (অ্যমোনিয়াম নাইট্রেট) সংকটের কারনে দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের মধ্যপাড়া খনির পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে।

গতকাল শনিরার সকাল থেকে পাথর উত্তলোন কাজ বন্ধ রেখে খনি শ্রমিকদের সাময়িক ছুটিতে পাঠিয়েছেন খনিটির ঠিকাদারী প্রতিষ্টান জার্মানিয়া ট্রাষ্ট কনসোডিয়াম (জিটিসি)।

এদিকে খনিতে পাথর উত্তোলন বন্ধ থাকায় প্রতিদিন সাড়ে পাচ হাজার মেট্রিকটন পাথর উত্তোলন থেকে বঞ্চিত হচ্ছে খনিটি। খনির ঠিকাদারী প্রতিষ্টান জিটিসির একটি সুত্র জানায়,চুক্তি অনুযায়ী পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য (অ্যমোনিয়াম নাইট্রেট) খনি কর্তৃপক্ষের সরবরাহ করার দায়িত্ব থাকলেও সময় মতো তা সরবরাহ না করায় খনির উৎপাদন কাজ বন্ধ করতে হয়েছে তাদেরকে।

খনি শ্রমিকরা জানায়,খনিতে বিস্ফোরক দ্রব্য (অ্যমোনিয়াম নাইট্রেট) মজুদ না থাকায় খনির অভ্যন্তরে বোমা ব্লাাষ্টিং এর কাজ বন্ধ থাকার কারনে খনির উৎপাদন কাজ বন্ধ করে দিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি,সে কারনে তাদের সাময়িক ছুটি প্রদান করা হয়েছে।
অপরদিকে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে বিষয়টি নিশ্চিত করলেও তারা এবিষয়ে কথা বলতে রাজী হননি। মধ্যপাড়া মাইনিং কোম্পানী লিঃ (এমজিএমসিএল) কতৃপক্ষ বলছেন,কভিড-১৯ পরিস্থিতি ও সম্প্রতিক ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারনে সময় মতো বিস্ফোরক দ্রব্য (অ্যমোনিয়াম নাইট্রেট) আমদানী করা সম্ভাব হয়নি,তবে আগামী দু”সপ্তাহের মধ্যে খনিতে বিস্ফরক দ্রব্য সরবরাহ করা হবে বলে আশা করছেন খনি কর্তৃপক্ষ।

খনি সুত্রে জানাগেছে,মধ্যপাড়া পাথর খনি থেকে পাথর উত্তোলনের জন্য ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোডিয়াম জিটিসি”র সাথে আগামী ছয় বছরের পুনঃ চুক্তি করেন মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানী লিঃ (মধ্যপাড়া পাথর খনি) কর্তৃপক্ষ। সেই চুক্তি অনুযায়ী প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার মে:,টন পাথর উত্তোলন করেন ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি। কিন্তু পাথর উত্তোলন কাজে ব্যাবহৃত বিস্ফরক দ্রব্য শেষ হয়ে যাওয়ার কারনে,শনিবার সকাল থেকে খনির পাথর উত্তোলন কাজ বন্ধ হয়ে যায়।