নাসিরনগরে প্রতিপক্ষের ধারালাে ছুরির আঘাতে যুবক আহত
- আপডেট টাইম : ১১:১৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ২২৪ ৫০০০.০ বার পাঠক
সুমন গোপ নাসিরনগর প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো ছুরির আঘাতে আলম মিয়া(২২) নামে এক যুবক মারাত্বক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
ঘটনাটি ঘটেছে ৭ মার্চ ২০২২ সকাল সাড়ে ৯ ঘটিকার সময় উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের খাঁ বাড়ির জলিল মিয়ার বাড়ির পূর্ব পাশের রাস্তায়।ওই ঘটনায় মোঃ আনিছ মিয়া বাদি হয়ে গ্রামের সানু মিয়ার ছেলে মোঃশিমুল মিয়া (২২),মারাজ খাঁর ছেলে আওয়াল মিয়া (৪০), মিরাজ খাঁর ছেলে মোঃ শান্ত মিয়া(২৫)আমির খাঁর ছেলে মোঃ আনিফ মিয়া(৩৫), গাজি মিয়ার স্ত্রী ইদুনী বেগম( ৪২) ও নীল খাঁর ছেলে মোঃ মিরাজ খাঁ (৫০) এই ৬ জনকে আসামী করে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করে।
মামলা সুত্রে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে বিবাদিদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘটনার সময়ে ইদুনি বেগম আলমের সাথে কথা আছে বলে ডেকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া মাত্রই পূর্ব থেকে অস্ত্রেশস্ত্রে সুসজ্জিত হয়ে ওৎপেতে বসে থাকা সকল বিবাদিরা মোঃ আলম মিয়াকে ঘেরাও করে মাঠিতে ফেলে কিল ঘুষি,লাথি মোড়া মারতে থাকে।এ সময় শিমুল মিয়ার হাতে থাকা গরু জবাইয়ের ছুরি দিয়ে আলম মিয়ার প্রাণে হত্যার লক্ষে আলম মিয়ার বুকের বাপ পাশে ঘাই মারিয়া হাড় মাংস ছিদ্র করে দেয়।এ সময় আলম মিয়ার বাচাও বাচাও চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এসে আলমকে তাদের কবল থেকে উদ্বার করে নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদরে ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।বর্তমানে আলম মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।এদিকে ওই ঘটনায় পুলিশ শিমুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বলে থানা সুত্রে জানা গেছে।