ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
জানাযায় প্রধান উপদেষ্টার কাতার সফরে গুরুত্ব পাবে কতটুকু নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রী সমমান করার দাবিতে ঠাকুরগাঁওয়ে অবস্থান কর্মসূচি ঠাকুরগাঁওয়ে কবরের ওপর থেকে হাত পা বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক এলাকায় বাণিজ্যিক খামার তৈরি করায় অতিষ্ঠ এলাকাবাসী দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম নবীনগরে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত ১৯ দিনে এলো ২১ হাজার কোটি টাকার রেমিট্যান্স রোহিঙ্গা সংকট সমাধানে সম্মিলিত আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন: প্রধান উপদেষ্টা

চারিপাশের মানুষগুলোর কতো স্বপ্ন, কতো আকাংখা জানিনা পারবো কি না, তবে চেষ্টা আমি করবোই..শেষপর্যন্ত! আল্লাহ ভরষা

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৪:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
  • / ২২৭ ৫০০০.০ বার পাঠক

সময়ের কন্ঠ রিপোর্ট।।
ঝড়,তুফান, জলোচ্ছাস, দুর্ভিক্ষ,বন্যা, কালোবাজারী, মোনাফেকী, ভন্ডামী-নোংরামী, ঠকানো-ভাওতবাজী, ধর্ষন-ধর্ষক, আলেম-মোমেন..ইত্যাদি ..ইত্যাদি..ইত্যাদি দেখে দেখে আমরা সবাই “চীজ” বনে গেছি।
মানুষ কোপালে ভিডিও করি,সবার আগে upload দিবো বলে অথচ “মানবতা” থাকলে সবাই মিলে ওই হন্তার হাত ভেন্গে পুলিশে ধরায়ে দিতে পারতাম। কেনো করবো??..ইয়াবা তো নস্যি, গরম রক্তের নোনা স্বাদেই তো নেশা ধরায়!!..অশ্লীলতা!!..হা.. হা, এ সব তো সেকেলে কথা,ওটাই তো আজকালকার ফ্যাশন!!..চোখ ধাধানো এডিটিং ছবির সাথে দেশদরদী স্ট্যটাস..আহারে মনে হয় কালই দেশকে ধন্য করে ছাড়বে!!….আর অসৎ রাজনীতি!!..বিশাল এক আনাকোন্ডার মতো গিলছে পুরো সমাজকে।
তারপর ও আশা ছাড়িনা..বার বার মনে হয়’ বাবার মুখ থেকে শুনেছি সে-ই – ৭১ এর কথা। যুদ্ব আর যুদ্ব..তখন শত্রু ছিলো পাকিস্তান। আজ!!..নিজেরাই নিজেদের শত্রু৷৷…বোকার স্বর্গে বাস করতে করতে নিজেই কখন বুদ্বিভ্রষ্ঠ পাপেট হয়ে গিয়েছি বুঝতে পারিনি।
জীবনের দ্বিতীয়ধাপে এসে মনে হলো আবার যুদ্ব করি। পুরো দেশের জন্য হয়তো না, কিন্তু আমার এলাকা, আমাদের জন্য মানুষগুলোর জন্য। আমার শক্তি দিয়ে।
বেহায়া নির্লজ্জ৷ নির্লিপ্ত কানকাটা টুটু@র ★★– বন্য প্রাণীর সমতুল্য সিপাঞ্জী টুটু@র)
মতো অমানুষের গাজীপুর জেলায় থাকার কোন অধিকার নাই। সে বড়ো মাপের বেয়াদব উল্কাপিণ্ড ঠুয়া দালাল সিন্ডিকেটের কর্ণধার সাংবাদিক পরিচয় দিয়ে, গাজীপুর জেলার পুরো সাংবাদিক সমাজ কে ❓ প্রশ্নবিদ্ধ করেছে।)

চারিপাশের মানুষগুলোর কতো স্বপ্ন, কতো আকাংখা!!..জানিনা পারবো কি না, তবে চেষ্টা আমি করবোই..শেষপর্যন্ত!!.. আল্লাহ ভরষা।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চারিপাশের মানুষগুলোর কতো স্বপ্ন, কতো আকাংখা জানিনা পারবো কি না, তবে চেষ্টা আমি করবোই..শেষপর্যন্ত! আল্লাহ ভরষা

আপডেট টাইম : ০৪:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২

সময়ের কন্ঠ রিপোর্ট।।
ঝড়,তুফান, জলোচ্ছাস, দুর্ভিক্ষ,বন্যা, কালোবাজারী, মোনাফেকী, ভন্ডামী-নোংরামী, ঠকানো-ভাওতবাজী, ধর্ষন-ধর্ষক, আলেম-মোমেন..ইত্যাদি ..ইত্যাদি..ইত্যাদি দেখে দেখে আমরা সবাই “চীজ” বনে গেছি।
মানুষ কোপালে ভিডিও করি,সবার আগে upload দিবো বলে অথচ “মানবতা” থাকলে সবাই মিলে ওই হন্তার হাত ভেন্গে পুলিশে ধরায়ে দিতে পারতাম। কেনো করবো??..ইয়াবা তো নস্যি, গরম রক্তের নোনা স্বাদেই তো নেশা ধরায়!!..অশ্লীলতা!!..হা.. হা, এ সব তো সেকেলে কথা,ওটাই তো আজকালকার ফ্যাশন!!..চোখ ধাধানো এডিটিং ছবির সাথে দেশদরদী স্ট্যটাস..আহারে মনে হয় কালই দেশকে ধন্য করে ছাড়বে!!….আর অসৎ রাজনীতি!!..বিশাল এক আনাকোন্ডার মতো গিলছে পুরো সমাজকে।
তারপর ও আশা ছাড়িনা..বার বার মনে হয়’ বাবার মুখ থেকে শুনেছি সে-ই – ৭১ এর কথা। যুদ্ব আর যুদ্ব..তখন শত্রু ছিলো পাকিস্তান। আজ!!..নিজেরাই নিজেদের শত্রু৷৷…বোকার স্বর্গে বাস করতে করতে নিজেই কখন বুদ্বিভ্রষ্ঠ পাপেট হয়ে গিয়েছি বুঝতে পারিনি।
জীবনের দ্বিতীয়ধাপে এসে মনে হলো আবার যুদ্ব করি। পুরো দেশের জন্য হয়তো না, কিন্তু আমার এলাকা, আমাদের জন্য মানুষগুলোর জন্য। আমার শক্তি দিয়ে।
বেহায়া নির্লজ্জ৷ নির্লিপ্ত কানকাটা টুটু@র ★★– বন্য প্রাণীর সমতুল্য সিপাঞ্জী টুটু@র)
মতো অমানুষের গাজীপুর জেলায় থাকার কোন অধিকার নাই। সে বড়ো মাপের বেয়াদব উল্কাপিণ্ড ঠুয়া দালাল সিন্ডিকেটের কর্ণধার সাংবাদিক পরিচয় দিয়ে, গাজীপুর জেলার পুরো সাংবাদিক সমাজ কে ❓ প্রশ্নবিদ্ধ করেছে।)

চারিপাশের মানুষগুলোর কতো স্বপ্ন, কতো আকাংখা!!..জানিনা পারবো কি না, তবে চেষ্টা আমি করবোই..শেষপর্যন্ত!!.. আল্লাহ ভরষা।