জোর করে ঘরে ঢুকে মুখে গামছা বেঁধে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ
- আপডেট টাইম : ১০:৫৪:১২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ৪২০ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার:- আশিক।।
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মুখে গামছা বেঁধে এক গৃহবধূকে (৩৫) ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
এ ঘটনার নারী ও শিশু নির্যাতন আইনে বৃহস্পতিবার (১০ মার্চ) মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ।
গত সোমবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার নগর ইউনিয়নের কুশালপুর গ্রামের জনৈক দিনমজুর তার স্ত্রী ও দুই সন্তানকে বাড়িতে রেখে কাজের উদ্দেশ্যে ঢাকায় চলে যান।
এ সুযোগে গত সোমবার রাতে অনুমানিক ১টা ৩০ মিনিটে গৃহবধূ প্রকৃতির ডাকে ঘর হতে বের হয়ে পুনরায় ঘরের ভেতরে এসে দরজা বন্ধ করার সময় তিনজন ব্যক্তি দরজা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই গৃহবধূর মুখ গামছা দিয়ে বেঁধে ঘরের মেঝেতে ফেলে ধর্ষণ করে।
এ সময় তার পা লেগে হাঁড়িপাতিল পড়ে শব্দ হলে তার ছেলের ঘুম ভেঙে যায় এবং ধর্ষককে দেখে চিৎকার দিলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে গৃহবধূর স্বামী বাড়ি আসলে বিষয়টি গ্রামের সবার গোচরে এনে মামলাটি দায়ের করা হয়।
এ বিষয়ে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান জানান, ভিকটিম থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।