ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন
- আপডেট টাইম : ১১:২৮:৪৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ২১৮ ৫০০০.০ বার পাঠক
মোঃ জুলফিকার আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। মুজিব বর্ষের সফলতা, দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উপলক্ষ্যে বর্ণাঢ্য সোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসক চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য শোভা যাত্রা আয়োজন করা হয়। শেষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসের আলোকে ভূমিকম্প অগ্নিকান্ড ও প্রাকৃতিক দূর্যোগ নিয়ন্ত্রণ মহড়ায় বিভিন্ন পেশা জীবির লোকজন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়ায় বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাইলট উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীরা মহড়া দেখে বাস্তব জ্ঞান অর্জন করেন। ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণায়ের নির্দেশে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজন করেন। আলোচনা সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুল হাসান সোহাগ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ানুল হক বিপ্লব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাষ্টার মোঃ খাইরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তারিফুল ইসলাম প্রমুখ।