সংবাদ শিরোনাম ::
হাতীবান্ধায় বেশি দামে তেল বিক্রির দায়ে জরিমানা জরিমানা আদায়
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:৪৪:৪৩ পূর্বাহ্ণ, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৯২ ৫০০০.০ বার পাঠক
লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল রাখার অপরাধে চার দোকান মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ( ৮ মার্চ) উপজেলার বিভিন্ন বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এএসএম মাসুদ-উদ-দৌলা অভিযান চালিয়ে এই জরিমানা করেন। এ সময় অভিযানে সহোযোগিতা করেন কালীগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর তোফাজ্জল হোসেনসহ হাতীবান্ধা থানার পুলিশ।লালমনিরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক এএসএম মাসুম-উদ-দৌলা বিষয়টি নিশ্চিত করে বলেন, তেলের বাজারকে পুঁজি করে ক্রেতাদের কাছে অতিরিক্ত মূল্য হাতিয়ে নিচ্ছে অসাধু কিছু ব্যবসায়ী। দোকান মালিকরা যেন সাধারণ মানুষের কাছ থেকে পণ্যের দাম বেশি নিতে না পারে এরজন্য নিয়মিত অভিযান অব্যাহত থাকবে
উপজেলার গেন্দুকুড়ি এলাকার ইটভাটা এ এম ব্রিকসে নাম ফলকের মাপ ঠিক না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা যায়, উপজেলার কাজীর বাজার এলাকায় জালাল ষ্টোরে আয়োডিন বিহীন লবন বিক্রির অপরাধে ৫ হাজার টাকা, দইখাওয়া মোড়ের সীমান্ত ষ্টোরে পলিথিন বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা, সিন্দুর্না হাটের ভাই ভাই ষ্টোরে কীটনাশকের সঙ্গে শিশু খাদ্য রাখার অপরাধে ৪ হাজার টাকা ও একই বাজারের মিলন ষ্টোরে পণ্যের মূল্য তালিকা না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরো খবর.......