নবীনগরে বিশেষ অভিযানে মাদক উদ্ধার জেল ও জরিমানা
- আপডেট টাইম : ০৮:৫৬:২৩ পূর্বাহ্ণ, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ২২৭ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অদ্য ০৫/০২/২০২ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এসআই মামুনুর রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মোঃ মোশারফ হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়াসহ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করিয়া চুরির প্রস্তুতিকালে ১৮৬০ সালের পেনাল কোডের ৩৫৬ ধারায় আসামী ১। হাবিবুল্লাহ্ (৩০), পিতা-খায়ের মিয়া, গ্রাম-চরলাপাং’কে ০৫ (পাঁচ) মাসের বিনাশ্রম কারাদন্ড, ২। শাহিন আলম মানিক (২০), পিতা-মৃত গাজী মিয়া, গ্রাম পূর্বশ্রীরামপুরকে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদন্ড, ৩। আশিক (২২), পিতা-কাউসার মিয়া, গ্রাম-সাহেবনগর, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং এসআই মোঃ নাজিম উদ্দিন এর সহায়তায় ভূয়া হোমিওপ্যাথি ডাক্তার শামিম পারভেজ (৫০), পিতা-মৃত আঃ ছালাম, গ্রাম-নতুন মুক্তারামপুর, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৯ ধারায় ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন। দন্ডপ্রাপ্ত আসামীদেরকে জেল হাজতে প্রেরন করা হইয়াছে।
অপরদিকে এএসআই মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নবীনগর পৌরসভাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণ হইতে মাদক সেবনরত অবস্থায় আসামী ১। মোঃ হৃদয় (২৪), পিতা-মোঃ জাহাঙ্গীর, গ্রাম-জিনোদপুর, ২। মোঃ সাব্বির (২৫), পিতা-বজলু সিকদার, গ্রাম-নবীনগর, ৩। সাগর (২০), পিতা-মোঃ মোস্তফা, গ্রাম-জিনোদপুর, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতার করেন।
বিশেষ অভিযান অব্যাহত আছে।