ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ চেয়ে রিট
- আপডেট টাইম : ০৫:১৩:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১
- / ৩০২ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
নারীদের জন্য যাত্রীবাহী ট্রেনে নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখতে নির্দেশনা চেয়ে একটি রিট করা হয়েছে। আজ বুধবার আবেদনকারীর হয়ে রিটটি করেন আইনজীবী মমতাজ পারভীন। রিটে রেলসচিবসহ চারজনকে বিবাদী করা হয়েছে। আবেদনকারীর আইনজীবী মো. আজমল হোসেন বলেন, আগামী সপ্তাহে হাইকোর্টে শুনানির জন্য রিটটি উপস্থাপন করা হবে। রেলওয়ে আইনের ৬৪ ও ১১৯ ধারা বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে আইনজীবী আজমল হোসেন বলেন, রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুসারে প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার কথা। এমনকি আইনে ৫০ মাইলের বেশি ভ্রমণকারী ট্রেনের ক্ষেত্রে ওই কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত থাকার কথা বলা আছে।
আর ওই কামরায় বিনা অনুমতিতে প্রবেশ করলে জরিমানার কথা বলা আছে ১১৯ ধারায়। রেলওয়ে আইনের ৬৪ ও ১১৯ ধারায় বর্ণিত বিধানের বাস্তবায়ন দেখা যায় না; তাই রিটটি করা হয়েছে বলে জানান এই আইনজীবী।