শোক বার্তা, হাজারো মানুষের ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ভেল্লাবাড়ীয়া আঃ আলিম সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আকবর আলী
- আপডেট টাইম : ০৩:৫২:৫৭ অপরাহ্ণ, বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২
- / ২২৪ ৫০০০.০ বার পাঠক
মোঃনাসির উদ্দিন জেলা প্রতিনিধি।।
নাটোরের লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত নিয়াত আলী প্রামানিকের ৫ ম পুত্র ভেল্লাবাড়ীয়া আলীম সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক ,ও হযরত বাগুদেওয়ান (রাহঃ) মাজার মসজিদের সাবেক পেশ ইমাম , বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলার শূরা সদস্য মাওলানা আকবর আলী প্রামনিক (৫০) আজ ভোর ৫:৩০ মিনিটে তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) । মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বিকেল ৩.৩০ মি: স্থানীয় মাদ্রাসা মাঠে জানাজা শেষে রামকৃষ্ণপুর কবরস্থানে দাফন করা হয়। জানাজা পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বি,এন,পির, কেন্দ্রীয় সহ – দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নাটোর জেলা জামায়াতের সভাপতি অধ্যাপক মীর নুরুল ইসলাম,বাংলাদেশ আওয়ামী লীগ নেতা লে: কর্ণেল ( অব: ) রমজান আলী সরকার,সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহম্মেদ সাগর , দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান ও,আট,নং দুড়দুড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন (তোফা) , লালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, ভেল্লাবাড়ীয়া হযরত আলিম সিনিয়র মাদ্রাসার সুপার আবুল কাশের মন্ডল, ভেল্লাবাড়ীয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক প্রমূখ।