নবীনগর বাজারের মাংস বিক্রেতা (কসাই) আল-আমিনেকে জরিমানা
- আপডেট টাইম : ০৭:০৫:৫৪ অপরাহ্ণ, বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২
- / ৪৯৮ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর।।
আমাদের চোখের আড়ালে কি তাহলে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে… বলছি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারের মাংস বিক্রেতা (কসাই) আল-আমিনের কথা।আমরা কি তাহলে এসব খাচ্ছি না খাওয়ানো হচ্ছে?
গোপন সংবাদের ভিত্তিতে আজ তার বাড়ি গিয়ে পাওয়া যায় জবাইয়ের জন্য একটি অসুস্থ গরু।অত:পর মোবাইল কোর্টের মাধ্যমে পশু আইন ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪ দ্বারা লঙ্ঘনের দায়ে ২৫০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড এবং অসুস্থ গরুটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশাররফ হোসাইন।
অসুস্থ গরুটিকে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তার নিকট সম্পন্ন চিকিৎসার দায়িত্ব হস্তান্তর করা হয় এবং বাজার কমিটির সভাপতি মোঃ মনির হোসেন এর দায়িত্বে রাখা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবীনগর থানার এসআই মোঃ ময়নুল হোসেন নবীনগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম জনি। নবীনগর মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ আবু কাওসারসহ আরো অনেকে।