প্রধানমন্ত্রী সহ সম্মানিত ব্যক্তিদের ছবি বিকৃত করায় মৌলভীবাজারে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা
- আপডেট টাইম : ০৩:১৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ৩৩০ ৫০০০.০ বার পাঠক
নিজেস্ব প্রতিবেদক।।
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজ নগর থানার ডিজিটাল নিরাপত্তা আইনে সাত জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৮/৩৪ তারিখ ১২/০২/২০২২ ইংরেজি সময় সকাল অনুমান ১০ ঘটিকা। মামলার বাদী মোঃআব্দুল্লাহ আল মাহবুব, সাধারন সম্পাদক রাজনগর উপজেলা ছাত্রলীগ। মামলার আসামি হলেন ১-মুসলিম খান (৪১)পিতা-মৃত মোঃ পাঠান খান গ্রামঃ বরচাল ডাকঃ নতুন বাংলা বাজার, ছাতক,সুনামগঞ্জ। ২-মোঃ আবু তাহের (৩৩) পিতা- মানিক মিয়া ঠিকানা – অগ্রণী -৬৮/১, লন্ডনী রোড,পশ্চিম সুবিদ বাজার,সিলেট। ৩-নামঃমোর্শেদ আহমেদ খান পিতাঃ ফিরোজ আহমেদ খান (৩১) গ্রামঃ মুগলপুর থানাঃফেন্চুগন্জ জিলাঃসিলেট। ৪-শফিউল আরফিন জুনেদ(২৩) পিতা -রফিকুল ইসলাম ঠিকানা – পশ্চিম সুহিতপুর, বুড়াইরগাও,ছাতক সুনামগঞ্জ।৫-মির্জা এনামুল হক(৩৩) পিতাঃ মির্জা আখদ্দছ, ৬-মির্জা সাইফুল(২৭) পিতাঃমির্জা আবরুছ উভয় গ্রামঃ মুসলিমাবাদ ডেকাপুর,
থানাঃবালাগঞ্জ,জেলাঃসিলেট। ৭-মোঃ আমিনুর রহমান
(৩৬)পিতা -মোঃ সোনাহর আলী ঠিকানা -গ্রামঃহাছন ফাতেমাপুর ডাকঘরঃহাছন ফাতেমাপু থানাঃজগন্নাথপুর
জেলাঃ সুনামগঞ্জ। মামলার বিবরণীতে বলা হয়েছে আসামীগণ পরস্পর একই জোট ভূক্ত সন্ত্রাসী ,মিথ্যা তথ্য প্রধানকারী,তথ্য বিকৃতকারী,দেশের মধ্যে হানাহানি সৃষ্টি ইন্ধনকারী,রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে কুৎসা রটনাকারী,রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রী সহ সম্মানিত ব্যক্তিদের ছবি বিকৃত করে অসম্মানকারী লোক বটে।আসামীগন সরকার বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদি দল এবং জামায়াত-শিবির এর সক্রিয় সদস্য বটে। এজাহারে বলা হয়েছে ১,২ ও ৩নং আসামী জামায়াত শিবিরের সক্রিয় নেতা। ৪, ৫, ৬ ও ৭নং আসামীগন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতাকর্মী হন। এজাহারে আর বলা হয়েছে আসামীগন তাহাদের ফেইসবুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল,বাংলাদেশ পুলিশের আইজিপি জনাব বেনজীর আহমেদ, অবসরপ্রাপ্ত সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিকৃত তথ্যপূর্ণ ছবি/ভিডিও আপলোড করে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে। ১নং আসামী ও অন্যান্য আসামীগন নিরাপদ বাংলাদেশ চাই সংগঠনের নামের ব্যনারে বিভিন্ন সময়ে বর্তমান সরকার বিরোধী উস্কানিমূলক, মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রীগনের বিরুদ্ধে অশ্লীল আপত্তিকর,কথা-বার্তা বলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে তাহাদের আইডি হতে প্রকাশ করে রাষ্ট্রের মানহানি করিয়া দেশ বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করিতেছে।আসামীগন ঘটনার তারিখে ও ভিন্ন ভিন্ন সময়ে তাহাদের স্ব স্ব ফেইসবুক আইডি হতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,
বিভিন্ন মন্ত্রী এবং সরকারি কর্মকর্তা ও আওয়ামীলীগ
নেতৃবৃন্দ সহ তাদের বিরুদ্ধে আপত্তি জনক,অসম্মান সূচক, মানহানিকর এবং বিকৃত তথ্য তাদের ফেইসবুক আইডিতে প্রকাশ ও প্রচার করিয়াছে। আসামীহগন অসৎ উদ্দেশ্যে তাদের স্ব স্ব ফেইসবুক আইডি হতে বিভিন্ন উস্কানী মূলক আপত্তি কর কথাবার্তা পোস্ট করিয়া মাননীয় প্রধানমন্ত্রীর মানহানি করেছে এবং দেশে বিদেশে বতমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টায় লিপ্ত রহিয়াছে। আসামীগণ তাহাদের ফেইসবুক আইডি হইতে ইন্টারনেট ব্যবহার করিয়া বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মানহানিকর মিথ্যা ও বিকৃত ব্যঙ্গাত্মক ছবি/ভিডিও আপলোড করিয়া বিভিন্ন শ্রেনী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃনা ও বিদ্বেষ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এলাকায় আইন শৃঙ্খলা বিনষ্ট করার কারনে মামলা করা হয়েছে।