পাত্র দেখার দিনে’ কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
- আপডেট টাইম : ০২:০১:২১ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ৪৬৪ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে রুমা (১৬) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার শিকারীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শিকারীপাড়া গ্রামের আলাউদ্দিন মোল্লার মেয়ে রুমা তালতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে কলেজশিক্ষক আবদুর রহমানের কাছে প্রাইভেট পড়ার পর বাড়িতে এসে বাবার সঙ্গে নাশতা করেন। এরপর তার বাবা ও মা মাঠে ধান শুকাতে যান।
বাড়িতে ফিরে তারা ঘরের দরজার ভেতর থেকে ছিটকানি দেওয়া দেখে মেয়েকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন, আড়ার সঙ্গে রুমা ঝুলছে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
রুমার বাবা আলাউদ্দিন মোল্লা বলেন, রুমার সঙ্গে আমাদের কোনো ঝগড়া হয়নি। একসঙ্গে সকালের খাবার খেয়ে ওকে ঘরে রেখে আমরা ধান শুকাতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি মেয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানি না।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েক জন বলেন, আজ রুমার বিয়ে উপলক্ষে পরিবারের লোকজনের পাত্রপক্ষের বাড়িতে যাওয়ার কথা ছিল। বিয়েতে রুমা রাজি ছিলেন না। লেখাপড়া শেষ করে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। হয় তো এ কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।