নৌকাকে জয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ শেখ হাসিনার
- আপডেট টাইম : ০৬:৫৬:৩১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১
- / ৫৪৮ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদক।।
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়ে বলেছেন, দল থেকে যাকে প্রার্থী করা হবে, তার পক্ষেই দলীয় সব নেতাকর্মীকে কাজ করতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের বিভেদ তিনি দেখতে চান না।
Nogod
গতকাল বুধবার বিকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠক সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ৫৬টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে রাতে আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে দল মনোনীত একক মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। জানা গেছে, আওয়ামী লীগ সভানেত্রীর জরিপের ফলাফল এবং প্রার্থীদের যোগ্যতা-জনপ্রিয়তা যাচাই করে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়নপ্রাপ্তরা রাতে ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় মনোনয়ন দাখিলের শেষ সময় ১৭ জানুয়ারি, বাছাই ১৯ জানুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি এবং ভোট গ্রহণ করা হবে ১৪ ফেব্রুয়ারি। ৫৬টি পৌরসভার মধ্যে ৩১টি ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) এবং ২৫টিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা
পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ (চতুর্থ ধাপ) আওয়ামী লীগের মনোয়ন পেলেন যারা, তারা হলেন :ঠাকুরগাঁও সদর পৌরসভায় আঞ্জুমান আরা বেগম, রাণীশংকৈলে মো. মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট জেলার লালমনির হাট পৌরসভায় মো. মোফাজ্জল হোসেন, পাটগ্রাম পৌরসভায় মো. রাশেদুল ইসলাম সুইট, জয়পুরহাট জেলার আক্কেলপুর পৌরসভায় মো. শহীদুল আলম চৌধুরী, কালাই পৌরসভায় মোছা. রাবেয়া সুলতানা, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভায় সৈয়দ মনিরুল ইসলাম, রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা পৌরসভায় মো. হাফিজুর রহমান হাফিজ , গোদাগাড়ী মো. অয়েজ উদ্দিন বিশ্বাস, তানোর পৌরসভায় মো. ইমরুল হক, বাগমারা উপজেলার তাহেরপুরে মো. আবুল কালাম আজাদ , নাটোর জেলার বড়াইগ্রাম পৌরসভায় মো. মাজেদুল বারী নয়ন, নাটোর সদর পৌরসভায় উমা চৌধুরী, চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌরসভায় মো. রফিকুল ইসলাম, আলমডা পৌরসভায় হাসান কাদির গনু, যশোর জেলার চৌগাছা পৌরসভায় মো. নুর উদ্দীন আল-মামুন, বাঘারপাড়া পৌরসভায় মো. কামরুজ্জামান, বাগেরহাট সদর পৌরসভায় খাঁন হাবিবুর রহমান, সাতক্ষীরা পৌরসভায় শেখ নাসেরুল হক, পটুয়াখালী জেলার কলাপাড়া পৌরসভায় বিপুল চন্দ্র হাওলাদার, বরিশালের মুলাদী পৌরসভায় মো. শফিকউজ্জামান, বানারীপাড়া পৌরসভায় সুভাষ চন্দ্র শীল, টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় মো. রকিবুল হক ছানা, কালীহাতি পৌরসভায় মোহাম্মদ নুরুন্নবী, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর পৌরসভায় মো. আনোয়ার হোসেন, হোসেনপুর পৌরসভায় মো. আ. কাইয়ুম (খোকন), করিমগঞ্জে মো. মুসলেহ উদ্দিন, মুন্সীগঞ্জ সদর মিরাকাদিম পৌরসভায় আবদুস ছালাম, নরসিংদী সদর পৌরসভায় আশরাফ হোসেন সরকার, মাধবদীতে মো. মোশাররফ হোসেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভায় নজরুল ইসলাম, রাজবাড়ী পৌরসভায় মহম্মদ আলী চৌধুরী, ফরিদপুর পৌরসভায় নিমাই চন্দ্র সরকার, মাদারীপুর জেলার কালকিনি পৌরসভায় এস এম হানিফ, শরীয়তপুর জেলার ডামুড্যায় মো. কামাল উদ্দিন আহমদ, জামালপুর জেলার মেলান্দহ পৌরসভায় মো. শফিক জাহেদী রবিন, শেরপুর সদর পৌরসভায় গোলাম মোহাম্মদ কিবরিয়া, শ্রীবরদীতে মোহাম্মদ আলী লাল মিয়া, ময়মনসিংহ জেলার ফুলপুরে শশধর সেন, নেত্রকোনা সদর পৌরসভায় মো. নজরুল ইসলাম খান, সিলেট জেলার কানাইঘাট পৌরসভায় লুত্ফুর রহমান, হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় মোহাম্মদ সাইফুল আলম, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় তাকজিল খলিফা, কুমিল্লার হোমনায় মো. নজরুল ইসলাম, দাউদকান্দি নাইম ইউসুফ, জেলা : চাঁদপুরের কচুয়ায় মো. নাজমুল আলম, ফরিদগঞ্জে আবুল খায়ের পাটওয়ারী, ফেনীর পরশুরামে নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী, নোয়াখালীর চাটখিল পৌরসভায় মো. নিজাম উদ্দিন, নোয়াখালীর সোনাইমুড়িতে নুরুল হক চৌধুরী, লক্ষ্মীপুরের রামগতিতে এম মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভায় মোহাম্মদ জোবায়ের, পটিয়া পৌরসভায় মো. আইয়ুব বাবুল, চন্দনাইশ পৌরসভায় মু. মাহবুবুল আলম, খাগড়াছড়ি জেলায় মাটিরাঙ্গায় শামছুল হক, রাঙ্গামাটি পৌরসভায় মো. আকবর হোসেন চৌধুরী এবং বান্দরবান পৌরসভায় মোহাম্মদ ইসলাম বেবী দলীয় মনোনয়ন পেয়েছেন।
সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আগামী ২৫ জানুয়ারির মধ্যে করোনা ভাইরাসের টিকা দেশে আসছে। টিকাদান কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য সবার সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বিদ্রোহী প্রার্থীদের আর মনোনয়ন দেওয়া হবে না।