কাশেমপুর গোবিন্দবাড়ী মৌজার রেকর্ড অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি
- আপডেট টাইম : ০৪:১৬:৪৫ অপরাহ্ণ, সোমবার, ৭ ফেব্রুয়ারি ২০২২
- / ৫০০ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদক।।
কাশেমপুর থানাধীন শাখা রেকর্ড অফিসের সার্ভেয়ার সোলায়মান ও তার সহযোগী সহকারী আব্দুর রব মিয়া,মাঠকর্মী মোশারফ এর খারিজ করার ওয়ারিশগণের সার্টিফিকেট যাচাই বাছাই বা কোনো প্রকার পর্যবেক্ষন না করেই,মোটা অংকের টাকার বিনিময়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রদান করছেন, যেটা বড়ই দুঃজনক,গরীব অসহায় পরিবার নিজ জমির পেপার্স অন্যের নামে রেকর্ড দেখে হতাশায়,এসকল দুর্নীতিরবিরুদ্ধে বড় বড় আমলাদের হাত আছে,তাছাড়া বিভিন্ন অপকৌশলে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা,এখানে দালালদের দৌরাত্ম্য বেশি,সাধারণ মানুষ দিনের পর দিন মাসের পর মাস ঘুরেও রেকর্ড পায়না প্রয়োজনীয় কাগজপত্র পায়না, তবে দালালেরা মুহুর্তেই সব পাইয়ে দেয়,দালালদের মাধ্যমে মোটা টাকা লুটে নিচ্ছেন এই কর্মকর্তারা,বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর সকল দপ্তরের নিকট অনুরোধ করেন ভুক্তভোগীরা,বিষয়টি তদন্ত পর্যবেক্ষণের মাধ্যমে আইন-শৃঙ্খলা বজায় রাখে,দুর্নীতিবাজদের বিতাড়িত করে সাধারণ মানুষদের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আকুল আর্তনাদ,যে সমস্ত এলাকার ভুয়া জরিপ কার্যক্রম করেছেন,(১)বিজ্ঞপ্তি ভূমি জরিপের আরম্ভের পূর্বেও 950 সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের 144 ধারা এবং বঙ্গের জরিপ আইনের 3 ধারা ক্ষমতাপ্রাপ্ত হয়ে…… অফিসার কর্তৃক….. আইনে ৫.৭ধারায় নোটিশ প্রদান, শুরুর পূর্বে মাইকিং বিজ্ঞাপনসহ ব্যাপক গণসংযোগ করা হয় এসময় ভূমি মালিকগণ নিজ নিজ জমির আইল সীমানা চিহ্নিত করে রাখতে হবে জমির মালিকানা সমস্ত দলিল,এবং প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র হালনাগাদ অবস্থায় কাছে রাখার নির্দেশ প্রেরণ করেন,সকল রকম প্রজ্ঞাপন বিজ্ঞাপন দেওয়ার পরেও অনিয়ম ও দুর্নীতির আখড়ায় রূপান্তরিত হয়েছে কাশেমপুর থানার ভুমি রেকর্ড অফিস,অনিয়ম ও দুর্নীতির সকল তথ্য তুলে ধরতে গণমাধ্যমকর্মী ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।