জনগণের সেবা করতে নিরল পরিশ্রম করছেন সালনা হাইওয়ে থানার ওসি ফিরোজ হোসেন
- আপডেট টাইম : ০৩:২৮:৩৩ অপরাহ্ণ, সোমবার, ৭ ফেব্রুয়ারি ২০২২
- / ৭০৫ ৫০০০.০ বার পাঠক
মোঃ শামছুল আলম।।
পুলিশ জনগণের বন্ধু সেটাই প্রমান করলেন ওসি ফিরোজ হোসেন,তার দিক নির্দেশনায় রোডের চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা নাই।অবৈধ গাড়ি,ড্রাইভারি লাইসেন্স,অপ্রাপ্ত বয়সের ড্রাইভার,ফিটনেস বিহীন গাড়িগুলো বন্ধ করতে সক্ষম হয়েছেন।তিনি বলেন পুলিশের শুধু খারাপ দিকটাই দেখে মানুষ,পুলিশের ভালোদিক কি নাই,সকাল থেকে রোদে পুড়ে একপ্রান্তের গাড়ি থামিয়ে অন্য প্রান্তের গাড়ি চালিত করছেন পুলিশ।বৃদ্ধা মানুষগুলোকে,প্রতিবন্ধীদের রাস্তা পারাপারে সহযোগিতা করছেন পুলিশ,এক্সিডেন্ট হলে মুহুর্তে হাসপাতালে পাঠাচ্ছেন পুলিশ।পকেটমার চোর ডাকাত ছিনতাইকারী দমন করছেন পুলিশ।অঙ্গানপার্টির কবলে পড়ে অসুস্থ হলে উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছেন পুলিশ।দিবা রাত্র চব্বিশ ঘণ্টা কাঠ ফাটা রোদে,অথবা অনবরত বৃষ্টিতে ভিজে জনগণের সেবায় নিয়োজিত পুলিশ।জনগণের সেবায় দেশের দায়িত্ব পালন করতে,স্বজন ছাড়া ঈদ আনন্দ থেকে বন্চিত পুলিশ,প্রতিদিন এমন অগনিত ভালো কাজ করছেন পুলিশ,রাস্তার ধারে লাশ পড়ে থাকলে উদ্ধার করছেন পুলিশ,চলাচল রত গাড়িওলাদের গ্যান্জাম সমস্যার সমাধান করছেন পুলিশ।এমনই হাজার হাজার ভালো দিক আছে যেটা প্রতিনিয়ত আপনারা উপলব্ধি করেন।আমিও আমরা চেষ্টা করি মানব কল্যানে নিজেদেরকে উৎসর্গ করতে,ভ্যান,রিকশা,অটো রিকশা,বিভিন্ন গাড়ির চালক সহ সকল মেহনতী পরিবার ও নিপীড়িত জনতার পাশে,আমরা আছি থাকবো ইনশাআল্লাহ।জানিনা আমরা আপনাদের বিশ্বাস আস্থা ভালোবাসার প্রতিদান কতটুকু দিতে পেরেছি বা পারবো।আমি আমার দৃষ্টিকে সব সময় সর্বজনীন পর্যায়ে রাখার চেষ্টা করি,আমি আলোতে মুগ্ধ তবে তুষ্ট নই,তুষ্ট আলোর উৎস সুর্যে।আমরাও মানুষ ভুল ত্রুটি থাকবেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন,আমার জন্য দোয়া করবেন,আমি যেন দেশের জন্য দেশের মানুষের কল্যানে কাজ করতে পারি।আসুন নয় সমাধান চাই আপনি আমি ভাই ভাই।সরকারের নির্দেশনা মেনে চলি,মানুষের কল্যানে কাজ করি।আমাদের সহযোগীতা করুন,আপনার আশেপাশের দুর্নীতির তথ্যদিয়ে সহযোগীতা করুন।আমি ও আমরা আপনার ও আপনাদের সত্রুু নই,আমরা সেবক, আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগীতা নিয়ে মানব কল্যানে দেশের কল্যানে কাজ করে যাব ইনশাআল্লাহ।