বেতাগী থানাকে মাদক ও বাল্য বিবাহ মুক্ত করার ঘোষনা অফিসার ইনচার্জ শাহ আলমের
- আপডেট টাইম : ০৩:৪৮:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২
- / ১৭৪ ৫০০০.০ বার পাঠক
নুরুল আমিন মিল্টন মল্লিক নিজস্ব প্রতিনিধি।।
বরগুনা জেলার বেতাগী থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ-শাহ আলম মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন, সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ ঘোষনা দেন। অফিসার ইনচার্জ-শাহ আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষার উন্নয়নে ও যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বররাষ্ট্র মন্ত্রী ও আইজিপি মহোদয়ের ঘোষনা অনুযায়ী বেতাগী উপজেলায় কোন ধরনের মাদকদ্রব্য যেমন-গাঁজা,মদ,ইয়াবা,ফেনসিডিলসহ কোন প্রকার মাদক সেবন ও বিক্রি করা যাবে না, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই,নারী নির্যাতন ও ইভটিজিংসহ সবধরনের অপরাধ, নাশকতা নির্মূলে বেতাগী থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। বেতাগী উপজেলা থেকে মাদক নির্মূল ও মাদককে শিকড় থেকে উপড়ে ফেলার জন্য জিরো টলারেন্স নীতিতে থাকার জন্য ইতিমধ্যে আমার সহকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। বেতাগী উপজেলার গ্রাম পর্যায় মাদক ও জুয়ার স্পট গুলো সনাক্তকরণের লক্ষ্যে তালিকা করার কাজ চলমান রয়েছে আমরা সে তালিকা অনুযায়ী মাদকের মূল উৎস খুজে বের করে সে যে দলের বা যতো শক্তিশালীই হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহন করবো এবং আমি নিজে এটা তদারকি করবো। আমি যোগদানের পরে ইতিমধ্যে বেশ কয়েকটি মাদক মামলা করা হয়েছে, বেতাগী উপজেলার কেউ মাদক ব্যবসার সাথে ও সেবনের সাথে জড়িত থাকলে তাদেরকে আমি আত্মসমর্পণের আহ্ববান জানাচ্ছি কেউ আত্মসমর্পণ করলে তাকে আমি সামাজিকভাবে সহযোগীতার আশ্বাস দিচ্ছি। অফিসার ইনচার্জ-শাহ আলম আরো বলেন, তবে আমাদের একার পক্ষে মাদকসহ অন্যান্য অপরাধ নির্মূল করা কষ্টকর এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সচেতন নাগরিকরা যদি নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহযোগীতা করে তাহলে মাদককে বেতাগী থেকে শিকড় থেকে উপরে ফেলা সহজ হবে তাই আমি সকলকে নির্ভরযোগ্য তথ্য দিয়ে মাদকমুক্ত বেতাগী গড়তে ও সবধরনের অপরাধ নির্মূলে বেতাগী থানা পুলিশকে সহযোগীতার অনুরোধ জানাচ্ছি। তিনি এসময়ে বাল্য বিবাহ সম্পর্কে বলেন বর্তমান সরকার বাল্য বিবাহ রোধে কঠোর অবস্থানে রয়েছে। এটি একটি সামাজিক ব্যাধি কোন অবস্থায় বাল্য বিবাহের সাথে আপোষ নয়। এ সময় তিনি বাল্য বিবাহ রোধে জনপ্রতিনিধিদের সাহায্য কামনা করেন এবং এ বিষয়ে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন আপনারা সাংবাদিকবৃন্দ সহ বাল্য বিবাহের কোন সংবাদ পেলে পুলিশে খবর দিয়ে নিজেদেরকে সমাজ সেবার নিয়োজিত রাখবেন। বরিশাল-উজিরপুরের সন্তান অফিসার ইনচার্জ শাহ আলম গত ২৭ শে মার্চ-২০২০ ইং তারিখে অফিসার ইনচার্জ হিসেবে পদায়িত হয়ে আমতলী থানায় প্রথম অফিসার ইনচার্জ (ওসি) এর দায়িত্ব পালন করেন এবং গত ৫-ই নভেম্বর ২০২১ ইং তারিখে বদলী হয়ে বেতাগী থানায় যোগদান করেন।