গাজীপুরে আলহাজ্ব মজলিশে খান ফাউন্ডেশন নামক একটি মানব সেবা মূলক প্রতিষ্ঠান এর শুভ উদ্বোধন
- আপডেট টাইম : ১০:৫৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ৩৮১ ৫০০০.০ বার পাঠক
মোঃ জামাল হোসেন স্টাফ রিপোর্টার।।
গাজীপুর সিটি কর্পোরেশন এর ২ নং ওয়ার্ডে আলহাজ্ব মজলিশে খান নামক একটি মানব সেবামূলক প্রতিষ্ঠান এর শুভ উদ্বোধন,২২ শে জানুয়ারি বেলা ৩ টায় ২ নং ওয়ার্ডের মজলিশ নগর এলাকায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন প্রাক্কালে,অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃকামরুজ্জামান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,আলহাজ্ব মমতাজ উদ্দিন মোন্তা কাউন্সিলর ২ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন,প্রফেসর আলী আস্কর ভারপ্রাপ্ত সভাপতি কাশিমপুর থানা আওয়ামী লীগ,বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম সহ এলাকার অগনিত গুনিজন শিশুবৃদ্ধা ময়মুরুব্বি,এসময় উপস্থিত সুধীবৃন্দ দের মধ্যে কাউন্সিলর মমতাজ উদ্দিন মোন্তা শুভেচ্ছা বক্তব্যে বলেন,মানব সেবা মূলক ধর্মীয় প্রতিষ্ঠান শুধু ২ নং ওয়ার্ডে নয়,গাজীপুর সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ড হোক,সমাজের বিত্তবানদের কে বলব আসুন আমরা মানব সেবায় কাজ করি,নিজের সাধ্য অনুযায়ী নিজ এলাকার গরীব মেহনতী মানুষের পাশে দাঁড়াই,মহামারী করোণার প্রভাব পুনরায় বিস্তার রোধে কাজ করি,নিজের সচেতনতা অবলম্বন করি অপরকে সচেতনতা হতে সহযোগিতা করি,সরকারের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করি,এসময় মজলিশে খান নামক সেবামূলক প্রতিষ্ঠানের জন্য দোয়া ও মোনাজাত পাঠ করা হয়,দোয়া ও মোনাজাত শেষে প্রচুর পরিমাণে তবারক বিতরনের মধ্য দিয়ে,মজলিশে খান নামক সেবামূলক প্রতিষ্ঠান এর শুভ উদ্বোধনের পরি সমাপ্তি ঘোষণা করেন।