মাহমুদউল্লাহ-শেহজাদ ঝড়ে ঢাকার বড় সংগ্রহ
- আপডেট টাইম : ০৩:৫৬:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২
- / ২২৩ ৫০০০.০ বার পাঠক
খেলার রিপোর্ট।।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ঝড় তুলেছেন মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও আফগান হার্ডহিটার মোহাম্মদ শেহজাদ।
এই দুইজনের ঝড়ে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রানের পাহাড় সমান রান দাঁড় করিয়েছে ঢাকা।
ম্যাচের শুরুর দিকে ঝড় তোলেন আহমেদ শেহজাদ। আর শেষ দিকে ঝড় তোলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। শেহজাদ ২৭ বল খেলে ৪২ রান করে রান আউট হন। অপরদিকে মাহমুদউল্লাহ রিয়াদ ক্যাচ আউট হওয়ার আগে ২০ বলে ৩৯ রান করেন।
ম্যাচটিতে টসে হেরে ব্যাট করতে নামে ঢাকা। তাদের হয়ে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল ও মোহাম্মদ শেহজাদ। শুরুতেই তারা বড় সংগ্রহের লক্ষ্যে নিয়ে ব্যাট চালাতে থাকেন। বিশেষ করে শেহজাদ বেশ মারমুখী ছিলেন।
তামিম ধীরে খেললেও, শেষ পর্যন্ত ৪২ বল খেলে ৫০ রান করতে সমর্থ হন তিনি।
ম্যাচটিতে খুলনা টাইগার্সের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন কামরুল ইসলাম। তিনিই তামিম ইকবাল ও মাহমুদউল্লাহকে সাজঘরে ফেরান।