সংবাদ শিরোনাম ::
আজ দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বাড়বে
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৮:৫৭:৫১ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ জানুয়ারি ২০২১
- / ৩৩৬ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বাড়বে এবং তা অব্যাহত থাকতে পারে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, সৈয়দপুর ও কুড়িগ্রাম অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা ক্রমান্বয়ে বাড়বে। এছাড়া আগামী তিনদিনে সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে।
এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। উত্তরাঞ্চলে দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বিরাজ করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আরো খবর.......