গাজীপুরের কালিয়াকৈরে থানার ওসি আকবর আলী খান বলেন থানায় সেবা নিতে কোন টাকা লাগেনা

- আপডেট টাইম : ০৩:২৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ৯০৯ ১৫০০০.০ বার পাঠক
মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্ট।।।
গাজীপুরের কালিয়াকৈর থানায় জিডি, অভিযোগ কিংবা কোনো ধরনের সেবা নিতে কোন প্রকার টাকা পয়সা লাগে না। এই সব সেবা নিতে কোন পুলিশ সদস্যকে একটি টাকাও দিতে হবে না।
শুক্রবার (২১ জানুয়ারী) চন্দ্রা পল্লীবিদূৎ মোল্লাপাড়া জামে মসজিদে জুমার নামাজে মুসল্লিদের উদ্দেশে গাজীপুরের কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ ওসি আকবর আলি খান এই সব কথা বলেন।
ওসি বলেন, কেউ যদি কোন প্রকার টাকা পয়সা দাবী করে তাহলে আমাকে জানাবেন অথবা আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।
তিনি এসময় আরো বলেন, করনোর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ও ডেঙ্গু জ্বর নিয়ে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সচেতনামূলক নির্দেশনা দেন।
এছাড়াও যেকোনো সমস্যায় তিনি ৯৯৯ এর সেবা নেবা পরামর্শ দেন এবং মাদক নির্মূলে জনসাধারণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর খাত্তাব মোল্লা, মসজিদ কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ জুমার নামাজ পড়তে আসা এলাকার শত শত মুসল্লিরা।