ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
সংবাদ শিরোনাম ::
বিরামপুরে এক পা ওয়ালা শিশু সহ জমজ শিশু জন্ম দিলো এক প্রসুতি মা সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই চোরাকারবারি গ্রেফতার,ট্রাকসহ ২১ লক্ষ টাকার ভারতীয় চিনি জব্দ ভন্ড ও দুর্নীতিবাজদের আড্ডাখানা রাজধানী উন্নয়ন কতৃপক্ষ আজমিরীগঞ্জে আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন এর উদ্যেগে মহান স্বাধীনতা দিবস উদযাপন ইবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত, দ্রুত হতে পারে ঘোষণা হল-অনুষদ সম্মেলন ঈদের পর মোংলায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইবি সাইন্স ক্লাবের সভাপতি নিরব, সম্পাদক জুনাইদ ইবিতে স্বাধীনতা দিবসে বিনামূল্যে উন্নতমানের খাবার পাচ্ছেন আবাসিক শিক্ষার্থীরা পঞ্চগড়ের সুগারমিল চালু হলে কর্মসংস্থান ফিরে পাবে শ্রমিকরা, সচল হবে জেলার অর্থনীতি জামালপুরে খেজুরের বাজার অস্থির\ সিন্ডিকেটের জালে বন্দী খেজুর বাজার

ইগো ছাড়তে হবে কোহলিকে

  • সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ১১:১৫:৫২ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ জানুয়ারি ২০২২
  • ১৮৪ ০.০০০ বার পাঠক

খেলার রিপোর্ট।।

খুব কম সময়ের মধ্যে তিন ফরম্যাটের ক্রিকেট থেকে নেতৃত্ব ছাড়তে হলো বিরাট কোহলিকে। বিশ্বকাপে ভরাডুবির পর টি-টোয়েন্টির নেতৃত্ব রোহিত শর্মার কাঁধে দিয়ে সরে দাঁড়ান কোহলি।

এর পর ছুটি কাটিয়ে মাঠে ফিরে ওয়ানডে নেতৃত্বও হারান রোহিতের কাছে। বিষয়টি নিয়ে ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কোহলির বিতর্ক এখনও বিদ্যমান।

সেই বিতর্কের অবসান না ঘটতেই টেস্ট ফরম্যাটের অধিনায়কত্বটাও ছাড়লেন এ ভারতীয় তারকা।

ভারতীয় ক্রিকেটে এখন বড় প্রশ্ন— কে হবেন টেস্ট দলের অধিনায়ক?

এ নিয়ে নানা জল্পনার মাঝে কোহলিকে সৎ পরামর্শ দিয়েছেন ভারতের কিংবদন্তি তারকা কপিল দেব।

তার মতে, এখন কোহলিকে অবশ্যই জুনিয়র ক্রিকেটারের অধীনেই খেলতে হবে।  তার আগে কোহলিকে ইগো ত্যাগ করতে হবে।

মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘৮৩-এর বিশ্বকাপজয়ী তারকা বলেন, ‘কোহলির টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। কারণ বিরাট কোহলি একজন পরিণত ক্রিকেটার। আমি নিশ্চিত, অনেক ভেবেচিন্তে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কোহলি।

নিজের উদাহরণ দিয়ে ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘সুনিল গাভাস্কার আমার নেতৃত্বে খেলেছেন। আমি আবার শ্রীকান্ত আর আজহারউদ্দিনের অধীনে খেলেছি। আমার কিন্তু কোনো ইগো ছিল না। কোহলিকেও আমার মতো নিজের ইগো ছেড়ে কোনো এক তরুণ ক্রিকেটারের অধীনেই খেলতে হবে। এটি শুধু ওকেই না, ভারতীয় ক্রিকেটকেও সাহায্য করবে। কোহলি নতুন অধিনায়ককে গাইড করবে। আমরা তার মতো বড়মাপের ব্যাটারকে কোনোভাবেই হারাতে চাই না।’

কোহলিকে অনেক দিন ধরে দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছেন দাবি করেন কপিল আরও বলেন, ‘টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই দেখছি কোহলি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি তাকে দেখে মনে হয়েছে যে, সে সবসময় টেনশনে থাকে, প্রচুর চাপে রয়েছে। বিরাট মানুষ হিসেবে যথেষ্ট পরিণত। আমি নিশ্চিত যে, অনেক ভেবেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কোহলি, হয়তো বিরাট ওর অধিনায়কত্ব উপভোগ করছিল না। এখন ওকে আমাদের সমর্থন করতে হবে, ওর জন্য শুভকামনা রইল আমার।’

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

বিরামপুরে এক পা ওয়ালা শিশু সহ জমজ শিশু জন্ম দিলো এক প্রসুতি মা

ইগো ছাড়তে হবে কোহলিকে

আপডেট টাইম : ১১:১৫:৫২ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ জানুয়ারি ২০২২

খেলার রিপোর্ট।।

খুব কম সময়ের মধ্যে তিন ফরম্যাটের ক্রিকেট থেকে নেতৃত্ব ছাড়তে হলো বিরাট কোহলিকে। বিশ্বকাপে ভরাডুবির পর টি-টোয়েন্টির নেতৃত্ব রোহিত শর্মার কাঁধে দিয়ে সরে দাঁড়ান কোহলি।

এর পর ছুটি কাটিয়ে মাঠে ফিরে ওয়ানডে নেতৃত্বও হারান রোহিতের কাছে। বিষয়টি নিয়ে ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কোহলির বিতর্ক এখনও বিদ্যমান।

সেই বিতর্কের অবসান না ঘটতেই টেস্ট ফরম্যাটের অধিনায়কত্বটাও ছাড়লেন এ ভারতীয় তারকা।

ভারতীয় ক্রিকেটে এখন বড় প্রশ্ন— কে হবেন টেস্ট দলের অধিনায়ক?

এ নিয়ে নানা জল্পনার মাঝে কোহলিকে সৎ পরামর্শ দিয়েছেন ভারতের কিংবদন্তি তারকা কপিল দেব।

তার মতে, এখন কোহলিকে অবশ্যই জুনিয়র ক্রিকেটারের অধীনেই খেলতে হবে।  তার আগে কোহলিকে ইগো ত্যাগ করতে হবে।

মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘৮৩-এর বিশ্বকাপজয়ী তারকা বলেন, ‘কোহলির টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। কারণ বিরাট কোহলি একজন পরিণত ক্রিকেটার। আমি নিশ্চিত, অনেক ভেবেচিন্তে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কোহলি।

নিজের উদাহরণ দিয়ে ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘সুনিল গাভাস্কার আমার নেতৃত্বে খেলেছেন। আমি আবার শ্রীকান্ত আর আজহারউদ্দিনের অধীনে খেলেছি। আমার কিন্তু কোনো ইগো ছিল না। কোহলিকেও আমার মতো নিজের ইগো ছেড়ে কোনো এক তরুণ ক্রিকেটারের অধীনেই খেলতে হবে। এটি শুধু ওকেই না, ভারতীয় ক্রিকেটকেও সাহায্য করবে। কোহলি নতুন অধিনায়ককে গাইড করবে। আমরা তার মতো বড়মাপের ব্যাটারকে কোনোভাবেই হারাতে চাই না।’

কোহলিকে অনেক দিন ধরে দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছেন দাবি করেন কপিল আরও বলেন, ‘টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই দেখছি কোহলি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি তাকে দেখে মনে হয়েছে যে, সে সবসময় টেনশনে থাকে, প্রচুর চাপে রয়েছে। বিরাট মানুষ হিসেবে যথেষ্ট পরিণত। আমি নিশ্চিত যে, অনেক ভেবেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কোহলি, হয়তো বিরাট ওর অধিনায়কত্ব উপভোগ করছিল না। এখন ওকে আমাদের সমর্থন করতে হবে, ওর জন্য শুভকামনা রইল আমার।’