সংবাদ শিরোনাম ::
দূর্ঘটনা রোধে ওভারব্রীজ নির্মাণ করা প্রয়োজন-খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনের রাস্তায়
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৮:৪২:৫৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ জানুয়ারি ২০২২
- / ২৭৪ ৫০০০.০ বার পাঠক
মোহাম্মদ আবু কাউসার তুষার।।
দেশের খুলনা সিটি কর্পোরেশন এলাকার যশোর রোড (খাঁন এ সবুর সড়ক) খুবই ব্যস্ত একটি সড়ক। যে সড়ক খুলনা বিভাগের সাথে- রাজশাহী ও রংপুর বিভাগের সাথে যোগাযোগ সগজ করেছে ও অন্যান্য বিভাগের সাথে সংযোগ সড়ক স্থাপন করেছে। ব্যস্ত এই সড়ক মিশেছে মহাসড়কে। তথ্যমতে- গড়ে প্রতিদিন হাজারের উপরে পরিবহণ চলাচল করে উক্ত সড়ক দিয়ে। এই সড়কের পাশে অবস্থিত খুলনা বিভাগীয় কার্যালয়। প্রতিদিন রাস্তা পারাপার হতে হয় অসংখ্য মানুষেকে। পূর্বে রাস্তা পার হতে অনেক মানুষকে ভোগান্তীর সম্মুখীন হতে হয়েছে ও দূর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে। রাস্তা পারাপারে দূর্ঘটনা রোধে- খুলনা বিভাগীয় কার্যালয়ের সামনে ওভারব্রীজ দ্রুত নির্মাণ করা দরকার, মনে করেন- উক্ত এলাকার লোকজন। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে ও যানবাহন রাস্তায় স্বাভাবিক ভাবে চলতে পারবে। রোধ হবে- দূর্ঘটনা।
আরো খবর.......