গাজীপুরের কালিয়াকৈর মাদক সেবনে বাধা দেওয়ায় নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ।
- আপডেট টাইম : ০৯:৫৬:৪৩ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ জানুয়ারি ২০২২
- / ৩২৮ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কোটবাড়ি এলাকায় কাঠ বাগানের মাদক সেবনে বাধা দেয়ায় মারধর করে নাক ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় হেলাল উদ্দিনের বাড়ির দক্ষিণ পাশের বাগানে এ ঘটনাটি ঘটে। এই ঘটনায় হেলাল উদ্দিন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কোটবাড়ি এলাকার কিছু বখাটে হেলালের বাগানে মাদক সেবন করে আসছিল। বাগান মালিক হেলাল উদ্দিন মাদক সেবন করতে বাধা দিলে শুক্রবার দুপুরে মোঃ কৌশিক(২২) এর নেতৃত্বে একদল বখাটে বাগানে এসে আগুন ধরিয়ে দেয়। এসময় মাদকসেবীরা তাকে মারধর করতে থাকে। হেলাল উদ্দিনের ভাইয়েরা তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও এলো পাতালি ভাবে মারধর করে। এ সময় হেলালের ভাই আলমগীর হোসেনের আঘাত লেগে নাকের হাড় ভেঙে যায়। তাদের ডাক চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসলে মাদকসেবীরা সেখান থেকে পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার এসআই রাশেদ মিয়া বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।