আশুলিয়ায় ভোট কেন্দ্র দখল করে সন্ত্রাসী হামলা আহত (৫০)
- আপডেট টাইম : ০৪:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ২৫৯ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি।।
আসন্ন পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আরাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ ই জানুয়ারি (২০২২) বুধবার নির্বাচন চলাকালীন সময়,ইউপি সদস্য পদপ্রার্থী লিটন মাদবর,যুবলীগ নেতা রাসেল মাদবর ও তার গুন্ডা বাহিনীদের সঙ্গে নিয়ে,ভোট কেদ্র দখল করে প্রিজাইডিং অফিসারের মাথায় পিস্তল ঠেকিয়ে মোরগ মার্কা প্রতীকে প্রকাশ্য ছিল দিয়েছেন বলে মন্তব্য করেন দুই দুই বারের মেম্বার আঃ খালেক,ভোট কেন্দ্রে রাসেল মাদবর ও লিটন মাদবরের সন্ত্রাসী হামলায় আব্দুল খালেক এর ফুটবল মার্কার এজেন্ড সহ অগনিত সাধারন কর্মী ও ভোটার মর্মান্তিক জখম হয়,সন্ত্রাসীরা পরবর্তীতে ভোট কেন্দ্র দখল করে ইচ্ছামত মোরগ প্রতিকে সিল মারেন,রক্তাক্ত অবস্থায় আহত ব্যাক্তিদের উদ্ধার করে তিন জনকে সাভার উপজেলা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন,অন্যাঅন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে,লিটন মাদবরের কোপের আঘাতে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন,সেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম সহ অগনিত নেতাকর্মী,নির্বাচন চলা কালে এমন ঘটনা ঘটবে বা ঘটতে পারে,এমন সংবাদ আগে থেকে ছড়িয়ে পড়লে,দুই বারের মেম্বার ও বর্তমান মেম্বার পদপ্রার্থী আব্দুল খালেক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে,অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে,সন্ত্রাসীদের কবল থেকে,আরাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি ঝুকি পূর্ন এড়াতে,অতিরিক্ত পুলিশ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে সুষ্ঠু নির্বাচন করার জন্য,(১২৩৫) নং সারকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ আইন (2)এ ২১/১২/২০২১ তাং এ একটি লিখিত আবেদন দাখিল করেন,উক্ত আবেদন গ্রহণ করে আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে উপসচিব ফৌজিয়া খান( 30-12- 2021) আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে একটি নোটিশ প্রদান করেন,মেম্বার আঃ খালেক সন্ত্রাসী কর্মকাণ্ডের হাত থেকে বাঁচতে বা নেতাকর্মীদের বাঁচাতে,একই ভাবে ৩০/১২/২০২১ সাভার উপজেলা রিটার্নিং অফিসার বরাবর আবেদন করেন,তবে নিঃশ্ফল প্রতিক্ষা,নিরাপত্তা চেয়েও নিরাপত্তা পায়নাই,নিরাপত্তার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সাধারণ মানুষ,সাবেক দুই বারের ইউপি সদস্য আব্দুল খালেক বলেন,রাসেল মাদবর ও লিটন মাদবরের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবি নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করবো,রুগি নিয়ে ব্যাস্ত ছিলাম এবং নিকটতম আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করে অভিযোগ দায়ের করতে বিলম্ব হইলো,যার প্রস্তুুতি চলছে৷