যশোরের সীমান্তবর্তী পুটখালী ইউনিয়নে ২ হাজার কম্বল বিতারণ করলের সমাজ সেবক নাছির

- আপডেট টাইম : ০৫:৪৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ২৭৭ ১৫০০০.০ বার পাঠক
অহিদুজ্জামান টিটু বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৩,৪,৫ জানুয়ারী পুটখালী ইউনিয়নের তরুণ সমাজ সেবক নাছির উদ্দিনের নীজ বাসভবনে নিজস্ব অর্থায়নে ২ হাজার ৪ শত কম্বল বিতরণ করেন। পুটখালী ইউনিয়নের গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে তিনি এ কম্বল বিতারণ করেন।
কম্বল হাতে পেয়ে দৃষ্টিপ্রতিবন্ধী মুক্তার হোসেনের মুখে ফুটল আনন্দের ঝিলিক, কম্বলে হাত বুলাতে বুলাতে তিনি বললেন, ‘বুড়ো বয়সে রক্ত ঠাণ্ডা হইয়ে যায়। রক্তের জোর আর থাকে না। এজন্যি শীত বেশি লাগে। এই কম্বলডা গায় জড়াইয়ে রাত্তিরি গা গরম থাকপেনে। তিনি আরো বললেন, আল্লা নাছিরের আরো বেশি বেশি গরীব মানুষগের এইরাম দান করার ক্ষমতা দিক।
এ প্রসঙ্গে সমাজ সেবক নাছির উদ্দিন বলেন,মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের দিক নির্দেশনায় অসহায় শীতার্ত দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ্।এজন্য তিনি সমাজের বিত্তবানদেরকে সমাজের অবহেলিত অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।