পাথরঘাটায় বসতবাড়ি পুড়ে যাওয়া পরিবারের পাশে সাংসদ সুলতানা নাদিরা
- আপডেট টাইম : ০২:০৯:৩৬ পূর্বাহ্ণ, বুধবার, ৫ জানুয়ারি ২০২২
- / ৩৬৭ ৫০০০.০ বার পাঠক
রুল আমিন মিল্টন মল্লিক (নিজস্ব প্রতিবেদক)
বরগুনার পাথরঘাটায় মুহূর্তের মধ্যেই বৈদ্যুতিক শর্টসার্টিকের আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া (পরিবারকে) বিধবা নারী মমতাজ বেগমকে নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র প্রদান করেছেন ৩১৫ সংরক্ষিত আসনের সাংসদ সুলতানা নাদিরা।
মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আগুনে পুড়ে যাওয়া মমতাজ বেগমের হাতে সাংসদ সুলতানা নাদিরার প্রতিনিধি মোহাম্মদ সোহেল সিকদার ও শওকত হাসান রমিম এগুলো পৌঁছে দেন।
এর আগে গত শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্টিকের মাধ্যমে মমতাজ বেগমের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এসময়ে ঘরের মধ্যে থাকা সকল মালামাল ও আসবাবপত্র পুরে ছাই হয়ে গেছে। এসময়ে স্থানীয়দের সহায়তায় ঘরে থাকা লোকজন প্রানে বাঁচলেও তাদের ঘরে থাকা মুল্যবান আসবাবপত্র সহ কিছুই রক্ষা করতে পারেননি। মমতাজ বেগম একই এলাকার মৃত মকিম জোমাদ্দারের স্ত্রী।
পাথরঘাটা স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সিদ্দিকুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্টিকের মাধ্যমে ওই বসতঘরে আগুনের সুত্রপাত ঘটে। আগুনের খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে যাই। সেখানে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে এনেছে। তবে প্রাথমিক ভাবে ধারনা ওই ঘরে মালামালসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নারী সাংসদ সুলতানা নাদিরার প্রতিনিধি শওকত হাসান রমিম জানান, গত সোমবার কিছু জাতীয় দৈনিকে “বৈদ্যুতিক সর্ট সার্কিটে পুড়লো বিধবার স্বপ্ন” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। যা মাননীয় সাংসদ সুলতানা নাদিরার দৃষ্টি গোচর হয়। এরপর দিন মঙ্গলবার তিনি সোহেল সিকদার ও আমার মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে নগদ টাকা, খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন।