সংবাদ শিরোনাম ::
খুলনা সিটি কর্পোরেশন এলাকায়-যানজট নিরসনে-ওয়ান সিটি ওয়ান ফ্লাইওভার-নির্মাণ করা দরকার
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০২:২৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ৪৬৮ ৫০০০.০ বার পাঠক
মোহাম্মদ আবু কাউসার তুষার-দেশের খুলনা সিটি কর্পোরেশন স্থাপিত হয় ১৯৮৪ ইং সালে। যে সিটি এলাকাতে এক সময়-যাত্রীদের চলাচলের বাহন ছিল-মানুষ চালিত রিকসা ও ভ্যান।
সময়ের পরিক্রমায় বর্তমানে উক্ত সিটিতে আজ-রিকসা ও ভ্যানের পাশাপাশি-বিদ্যুৎচালিত অটোরিকসা, সিএনজি চালিত তিন চাকার অটো রিকসা, মটর সাইকেল, প্রাইভেটকার সহ অন্যান্য যানবাহন চলছে। তথ্যমতে-যানজট বর্তমানে খুলনা সিটি কর্পোরেশন এলাকার- সমস্যার কারন হয়ে দাড়িয়েছে ও অতিরিক্ত গাড়ীর চাপে- রাস্তা হয়ে পড়েছে অকেজো। যা-যানবাহন চলাচলের জন্য হুমকী।
এ হতে পরিত্রানের জন্য-নগর বিশেষজ্ঞগণ মনে করেন-খুলনা বিভাগীয় সিটি কর্পোরেশন এলাকায়-ওয়ান সিটি ওয়ান ফ্লাইওভার নির্মাণ করা দরকার। যার ব্যাখ্যা দাড়ায়-পুরো সিটি কর্পোরেশন এলাকা-একটি ফ্লাইওভার দ্বারা-সড়ক যোগাযোগে সংযুক্ত থাকবে। যার চারপাশ হতে-পরিবহন উঠা নামা করতে পারবে। ভারী যানবাহন ফ্লাইওভার দিয়ে-আর হালকা যানবাহন ফ্লাইওভারের নিচের সড়ক দিয়ে চলাচল করবে।
এতে নিরসন হবে-খুলনা সিটি কর্পোরেশন এলাকার যানজট ও গতি পাবে জীবনযাত্রায়- বাংলাদেশের খুলনা সিটি কর্পোরেশন এলাকায়।
আরো খবর.......