বাঘায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় শ্রমিক নিহত
- আপডেট টাইম : ০৫:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ২৫৩ ৫০০০.০ বার পাঠক
বাঘা (রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর বাঘায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় আজদার আলী নামের এক শ্রমিক নিহত হয়েছে। নিহত আজদার আলী (৬০) উপজেলার জোতনশী গ্রামের মৃত আতাহার ওরফে( আজাহার) আলীর ছেলে। শনিবার (১ জানুয়ারী) উপজেলার জোতনশী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে সাইকেল নিয়ে গাছ কাটার কাজে যাচ্ছিলেন আজদার আলী । জোতনশী মোড় এলাকায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় ছিঁটকে পড়ে ট্রাক্টরের চাকার নীচে পড়ে আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক সুলতানা পারভীন মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশি মোস্তাক আলী বলেন, তার স্ত্রী এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। তার সংসারের আয়ের একমাত্র ব্যক্তি ছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবার নিস্ব হয়ে গেল।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। টাক্টর উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।##