সিলেট চুনারুয়া ঘাট ইউনিয়নে মুক্তিযোদ্ধা পরিবার দের উচ্ছেদ করার হুমকি দেন ইউনো
- আপডেট টাইম : ০৩:১৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ২৮৬ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদক।।
সিলেট চুনারুঘাট ইউনিয়ন রানীগাও, গ্রীনলেন্ড পার্ক এর পূর্ব পার্শে সন্ত্রাস চাঁদাবাজ পরসম্পদ লোভীরা মুক্তিযোদ্ধা পরিবারকে উচ্ছেদ করার হুমকি দিলেন১। মইনুল হক
পিতা মৃত মোবারক উল্লাহ
মাতা মোছা জহুর চান২। মাহফুজুর রহমান পিতা মৃত নুরুল হক,মাতা মোছা আফিয়া খাতুন ৩। মোছা লুত্ফা আক্তার
পিতা ফজল হক,মাতা মোছা রোকেয়া খাতুন,৪। লাকি আক্তার
পিতা মৃত নুরুল হক,মাতা মোছা আফিয়া খাতুন
সর্ব সাং ঠিকানা
বিভাগ- সিলেট, জেলা হবিগঞ্জ, থানা চুনারুঘাট,গ্রাম রানীগাঁও সন্ত্রাসদের হুমকির মুখে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ,তাদের আকুতি যে কোনো মুহূর্তে সন্ত্রাসীরা তাদের বিবি বাচ্চাদের মার্ডার গুম খুন করতে পারে বিষয়টি তদন্ত পর্যবেক্ষন করে আইননুসারে ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করেন য়ের ভিডিও গুপন ধারন করেছে গ্রামবাসি। এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সকল গ্রামবাসি টিওন সাহেবের হুমকির বিচার চায়া। এবং এই পাহারি এলাকায় ছাড়া আমাদের মাথা রাখার মতো জায়গা নেই,। তাই আমরা গ্রাম বাসি আকুল আবেদন জানাই,, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।
তিনি যেন আমাদেরকে সুষ্ঠ বিচার করে দেন এবং এই পাহারি জায়গায় যেন গুচ্ছগ্রাম না হয় সকল পাহাড়ি অঞ্চলের মানুষের দাবি মননীয় সরকার কাছে।
এই সংবাদ দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার সম্পাদক জানার পর ইউনুস আপকে ফোন দেওয়ার চেষ্টা করিলে তাহার মোবাইলটি রিসিভ করেননি আগামী সোমবার অনুসন্ধানে চোখ রাখুন