বিপিএলে ঢাকায় তামিম, কুমিল্লায় লিটন
- আপডেট টাইম : ০৭:২২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ৪৪৮ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ খেলা।।
এবারের বিপিএলে অটো চয়েজে সাকিব, মুশফিক, মোস্তাফিজ ও নাসুমের পর দল পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
কিন্তু অটো চয়েজ সুবিধায় কোনো দল নেয়নি বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।
এবার জানা গেল, দল পেয়েছেন তামিম। বিপিএলের ফাইনালেও সেঞ্চুরি হাঁকানোর এই তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ঢাকা।
এছাড়া জাতীয় দলের অন্যতম ওপেনার লিটন দাসকে নিয়েছে কুমিল্লা।
নাজমুল হাসান শান্তকে নিয়েছে বরিশাল। জাতীয় দলের তরুণ অলরাউন্ডার আফিফ হাসান ধ্রুবকে নিয়েছে চট্টগ্রাম।
এদিকে জানা গেছে, বরিশালের হয়ে এবারের বিপিএলে খেলবেন ক্যারিবীয় ব্যাটিং জায়ান্ট ক্রিস গেইল।
প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে গেইলকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল অঞ্চলের প্রতিনিধিত্বকারী ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগে গেইল চট্টগ্রামের হয়ে খেলবেন বলে জানা গিয়েছিল। এ নিয়ে চট্টগ্রামের সঙ্গে মৌখিক কথাবার্তাও হয় গেইলের। কিন্তু শেষ পর্যন্ত বরিশালের সঙ্গে কথা পাকাপাকি করেছেন টি-টোয়েন্টির বস।
ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে দলে ভেড়ানোর ইচ্ছা ছিল বরিশালের। কিন্তু রাসেলকে শেষপর্যন্ত না পেয়ে গেইলের দিকে মনযোগী হয় বরিশাল।
বরিশাল দলটিতে অটো চয়েজ হিসেবে আগেই নাম লিখিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এছাড়া বিদেশিদের এই দলের হয়ে খেলবেন আফগানিস্তানের মুজিব উর রহমান ও শ্রীলঙ্কার দানুশকা গুনাথিলাকা। এবার ৩য় বিদেশি হিসেবে যুক্ত হলেন ক্রিস গেইল।