মির্জাপুরে অসহায় বিধবা নারী ছাহেরার জমি আত্মসাৎ।
- আপডেট টাইম : ১১:৪৩:৫০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ২৪৮ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি।।
টাংগাইল জেলা মির্জাপুর থানার তরপপুর ইউনিয়নের শিব মাহমুদপুর গ্রামের বিধবা নারী ছাহেরার ভুমি জবর দখল,ভুমি জবর দখল করতে ছাহেরার শারীরিক ও মানসিক নির্যাতন সহ অর্থ আত্নসাৎতের অভিযোগ উঠেছে। রবিবার ১৯ সে ডিসেম্বর দুপুরে ছাহেরা খাতুন গণমাধ্যমকর্মীদের বলেন,আমার স্বামী মারা যাওয়ার পর,আমার কোন ছেলে সন্তান না থাকায় আমার স্বামীর চাচাত ভাইয়েরা আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আমার জমি দখলের চেষ্টা করছে।এর আগে আমার বাড়িতে এসে ঘরের শিং কেটে আমার উপর অত্যচার করে এমনকি আমাকে হত্যার চেষ্টা করে এবিষয়ে এর আগে আমি কোটে মামলা করলে আমার জমি নিয়ে কোন প্রকার জামেলা করবে না বলে এলাকাবাসীর মাধ্যমে মিমাংসা হওয়ার কয়েকদিন পর আবার আমার উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে, এখন আমি ও আমার তিনটি মেয়ে সন্তান নিয়ে হুমকির মুখে আছি কখন যেন আমার স্বামীর চাচাত ভাইয়েরা আমার জমির জন্য আমাকে ও আমার মেয়েদেরকে হত্যা করে ফেলে তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও টাংগাইল জেলা প্রশাসনিক উধ্বর্তন কর্মকর্তাদের কাছ আমার আকুল আবেদন আমার জমি, আমি ও আমার মেয়েদের নিরাপত্তার দাবি জানাচ্ছি। এবিষয়ে মোসাঃ ছাহেরার স্বামীর বাবা বলেন আমার ছেলে মারা যাওয়ার পর আমার ছেলের ভাগের জমি আমার তিন নাতিনকে লেখে দিছি এখন আমার ভাতিজারা জমি দখল করার চেষ্টা করছে আমি সুষ্ঠু বিচারের দাবি জানাই।