নাগরিক সেবায় খুলনা থানা
- আপডেট টাইম : ০৩:৪৫:০২ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ২২০ ৫০০০.০ বার পাঠক
মোহাম্মদ আবু কাউসার তুষার।।
খুলনা দেশের প্রাচীন বিভাগসমূহের মধ্যে অন্যতম। সে প্রেক্ষিতে খুলনা সদর খুবই গুরুত্বপূর্ন এলাকা। আবাসিক ও দাপ্তরিক কারনে। খুলনা সদর এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও নাগরিক সেবা প্রদান করা হয় খুলনা সদর থানা হতে- যে থানা বর্তমানে খুলনা থানা নামে পরিচিত। উক্ত থানা এলাকার নাগরিক সেবা প্রসংগে-খুলনা থানার ওসি- মোহাম্মদ হাসান আল মামুন এক প্রশ্নের উত্তরে জানান- তিনি ০২/০৬/২০২১ ইংরেজি তারিখে উক্ত থানায় যোগদানের পরবর্তীতে-তার আনুমানিক ২০০ জন পুলিশ সদস্য দ্বারা- থানা এলাকায় অপরাধ প্রতিরোধে বিভিন্ন অভিযান পরিচালনা করছেন, অবৈধ উদ্ধার চলমান রেখেছেন, মাসিক আনুমানিক ৪৫ হতে ৫০ টি মামলা সম্পন্ন হয় উক্ত থানায়। থানার প্রধান কার্যালয়ের আওতায়-৩ টি পুলিশ ফাঁড়ি রয়েছে।
তথ্য মতে- ওসি মোহাম্মদ হাসান আল মামুন- ২০০০ ইংরেজী সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তাঁর কর্মজীবনে গুড সার্ভিসের জন্য- আইজিপি, জাতিসংঘ সহ অন্যান্য পুরষ্কারপ্রাপ্ত হন। যা কল্যাণ বয়ে আনবে- খুলনা থানার কার্যক্রমের জন্য।