বিরামপুর পৌর কিন্ডার গার্ডেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে পৌর মেয়র
- আপডেট টাইম : ০১:৫৬:৫৮ অপরাহ্ণ, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ২৪০ ৫০০০.০ বার পাঠক
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরামপুরে পৌর কিন্ডার গার্ডেন স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর পর্যন্ত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশ করেন, প্রধান অতিথি স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।
(২০ ডিসেম্বর) সোমবার সকাল ১১টার সময় পৌর কিন্ডার গার্ডেন স্কুল চত্তরে এই বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
পৌর কিন্ডার গার্ডেন স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষা ২০২১এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সভাপতি, স্কুল পরিচালনা কমিটি ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি তোসাদ্দেক হোসেন তোছা,সদস্য ও সাবেক ৪নং ওয়ার্ড কাউন্সিলর ডাঃ ওবায়দুল মিনহাজ,ও মনজুর এলাহী রুবেল চৌধুরী।
এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ, অধ্যয়নরত শিক্ষার্থীর অভিভাবকগণ, শিক্ষার্থী,সুধীজন,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।