গাজীপুরের বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সালনা হাইওয়ে থানার উদ্যোগে মিলাদ- ও দোয়া মাহফিল।
- আপডেট টাইম : ০৩:৪২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ২২৩ ৫০০০.০ বার পাঠক
(মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্ট।)
গাজীপুরের সালনা হাইওয়ে থানার বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উদ্যোগে শহীদদের রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সালনা থানা মসজিদে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বাদ আছর সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ১৯৭১ সালে দেশের জন্য আত্মদানকারী শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সালনা হাইওয়ে থানার পেশ ইমাম মুফতি মাওলানা মো. অমিনুর রহমান।
এছাড়া স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় ১৫ আগস্টে শহীদ জাতির পিতার পরিবারের সদস্যবৃন্দের রূহের মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.ফিরোজ হোসেন সহ উক্ত থানার কর্মকর্তা—কর্মচারি ও সাধারণ মুসল্লিরা উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।