শাহিন সরকার নমিনেশন পেপার্স জমা দিতেই ব্যাপক আনন্দ উদ্দীপনায় জনতা

- আপডেট টাইম : ১১:২২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ২৯৮ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন।।
ইয়ারপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তরুন উদীয়মান শাহিন সরকার,আগামী ইউপি নির্বাচনে,মেম্বার পদে জয়লাভ করে নিজ ওয়ার্ডকে আঁধুনিকতায় সাজাতে ০৮ ই ডিসেম্বর নমিনেশন পেপার্স জমা দিয়েছেন,নমিনেশন পেপার্স জমা দেওয়ার পরপরই,জনগনের আনন্দ উদ্দীপনায় ও পুষ্পমাল্যয় সিক্ত শাহিন সরকার,আগামী নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারনায় এলাকার শিশু বৃদ্ধা ময়মুরুব্বি মা বোনেরাও ডাক চিৎকার দিয়ে বলেন আমরা মেম্বার শাহিন সরকার কে চাই,অন্যকারো নয়,শাহিন সরকার বলেন,আমি আপনাদেরই শাহিন,আমি আপনাদের পাশে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ,আপনাদের পাশে থাকার প্রতশ্যা নিয়ে আপনাদের পাশে এসেছি, আমি কি করেছি,কি করতে পেরেছি সেটা আপনাদের অযানা নয়,তবে চলার পথে যদি কোন ভুলত্রুটি করে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে,আমাকে একটিবার আপনাদের ভালোবাসায় আপনাদের মনের মণিকোঠায় জায়গা দিয়ে,আগামী ৫ তাং এ আপনার মুল্যবান ভোটটি আমাকে প্রদান করে আপনাদেরই পাশে থাকার সুযোগদিন,আসুন হিংসাবিদ্বেষ অহংকার ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি নিজেদের ওয়ার্ডটি নিজেরাই গড়ি।শাহিন সরকার।