মোংলায় সেবা’র তথ্য অবহিতকরণ ও প্রকল্প সমাপনী অনুষ্ঠান

- আপডেট টাইম : ০৭:৫৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ২৫৩ ১৫০০০.০ বার পাঠক
ওমর ফারুক মোংলা : বেসরকারি উন্নয়ন সংস্থা সেবা’র আয়োজনে ১৩ ডিসেম্বর সোমবার দুপুরে মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে তথ্য অবহিতকরণ ও প্রকল্প সমাপনী অনুষ্ঠান হয়।
সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রকল্প সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা সংস্থার নির্বাহি পরিচালক মিনা হালদার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ ও সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মনীন্দ্র নাথ হালদার। প্রকল্প সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার মানসম্মত শিক্ষা বিস্তারে ভূমিকা রাখার জন্য বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতি আহবান জানান। অনুষ্ঠানে মাল্টি মিডিয়া প্রেজেন্টেশন’র মাধ্যমে সেবা সংস্থার বিভিন্ন তথ্য উপস্থাপন করেন সংস্থার প্রোগ্রাম অফিসার শাওন সরকার। অনুষ্ঠানে সেবা সংস্থার উপকারভোগীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।