সেলিম নামে এক যুবকে মাদক মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত
- আপডেট টাইম : ০৭:৫৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ২৩৩ ৫০০০.০ বার পাঠক
মোঃ শহিদুল ইসলাম শহিদ
বিভাগীয় ব্যুরো প্রধান চট্রগ্রামঃ
চট্টগ্রামে মাদক মামলায় সেলিম মিয়া নামে এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেয়া হয়।
সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত সেলিম মিয়া সীতাকুণ্ড থানার ভাটিয়ারীর নেছার আহম্মদের ছেলে।
আদালত সুত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ আগস্ট ২৫ হাজার পিস ইয়াবা এবং অস্ত্রসহ সেলিম মিয়াকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে অষ্টম বিজিবি ব্যাটালিয়ন চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়ন সদর দপ্তরের হাবিলদার মো.আবু তাহের সরকার বাদী হয়ে আকবর শাহ থানায় মামলা করেন। তৎকালীন আকবর শাহ থানার উপপরিদর্শক ( এসআই) ফখরুল ইসলাম মাদক মামলা তদন্ত করে ২০১৭ সালের ২২ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন।