ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
রায়পুরে দেশীয় শিল্প ও পণ্য মেলায় ভ্রাম্যমান আদালত, নগদ অর্থদণ্ড কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মোংলায় জলবায়ু ন্যায্যতার গণসংলাপে বক্তারা : সুন্দরবন উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্রের সুরক্ষা দিন অভিনব কায়দায় কুমড়া শাকের আড়ালে গাঁজা পাচারকালে ডিএনসি- কুমিল্লার হাতে ১৩ কেজি গাঁজাসহ আটক ০২ নারী মঠবাড়ীয়া সাফলেজা কচুবাড়ীয়া বসত ঘর ভাঙচুর লুটপাট ও যখম এর অভিযোগ আঃ খালেক হাওলাদার গংদের বিরুদ্ধে দুর্নীতির আখড়া বরগুনার পাসপোর্ট অফিস, দালাল ছাড়া মিলছে না পাসপোর্ট কাশেমপুর থানায় অভিযোগ করতে গিয়ে বিট্টিমরাই স্কুল ছাত্র মোঃ রাব্বি নিজ খালাকে আটকিয়ে ? ওসি সাইফুল ইসলাম মোটা অংকের টাকার বিনিময় তাদের আসামি করে গ্রেফতার দেখান আনন্দবাজারকে ডা. শফিকুর রহমান কোনও রাজনৈতিক দলকে খারিজ বা সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই রাজনৈতিক দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেবো: ড. ইউনূস দেশবাসীকে ফের কাঁদালেন শহিদ নাফিজের মা

নরওয়ের জোড়া সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৯১

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৫:৩৩:৫১ অপরাহ্ণ, সোমবার, ১১ জুলাই ২০১১
  • / ২১৭ ৫০০০.০ বার পাঠক

আন্তর্জাতিক রিপোর্ট।। 

নরওয়ে পুলিশ ৩২ বছরের এক তরুণের বিরুদ্ধে দেশটির সন্ত্রাসদমন আইনে অভিযোগ দায়ের করেছে৻

সন্দেহভাজন এই তরুণের নাম আনডেয়ারস্‌ বেরিং ব্রেইভিক্‌৻ ওই ব্যক্তি চরম জাতীয়তাবাদী মতামত ব্যক্ত করেছে বলে খবর পাওয়া গেছে৻

দেশটির প্রধানমন্ত্রী বলেছেন অসলোর কেন্দ্রে বোমা হামলায় বেশ কয়েকজন সরকারি কর্মচারী নিহত হয়েছেন৻

নরওয়ের পুলিশ বলেছে, রাজধানী অসলোর কাছে উৎঅই দ্বীপে ক্ষমতাসীন লেবার পার্টির এক যুব সম্মেলনে এলোপাথাড়ি গুলির যে ঘটনা ঘটেছে, সেখানে এখনও পর্যন্ত ৮৪ জন নিহত হয়েছে।

আহতও অনেক রয়েছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ আশংকা করছে।

পুলিশ ৩২বছর বয়সের এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশ বলছে, ঐ ব্যক্তি যুব সম্মেলনে প্রথম গুলি চালিয়েছিল ।

ঐ ব্যক্তিই দু’টি সন্ত্রাসী হামলার সাথে জড়িত বলে পুলিশ সন্দেহ করছে।

এরআগে রাজধানী অসলোর কেন্দ্রস্থলে বোমা হামলার যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় নিহতের সংখ্যা এখনও পর্যন্ত সাত জন।

ভয়াবহ বোমা হামলা এবং গুলির ঘটনায় বিপর্যস্ত এলাকায় হতাহতদের উদ্ধার কাজে অগ্রাধিকার দেওয়া হয়।

অসলো থেকে ৮০ কিলোমিটার উত্তর পশ্চিমে উটোয়া দ্বীপে যুব সম্মেলনে অনেক যুবক জড়ো হয়েছিলেন।

সেখানে যখন এলোপাথাড়ি গুলির ঘটনা ঘটেছে।পুলিশের পোশাক পড়ে এক ব্যক্তি অস্ত্র হাতে ঐ সম্মেলন স্থলে আচমকা উপর্যপুরি গুলি চালায়।

সেই পরিস্থিতি থেকে বাচতে অনেকেই সাগরে লাফ দিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা বলেছেন।

নরওয়ের টেলিভিশনে দেখানো হয়েছে, ঘটনার কয়েক ঘন্টা পরও অনেক মৃতদেহ সাগরে ভাসছিল।

নরওয়ের পুলিশ ঘটনার ব্যাপারে একজনকে গ্রেফতার করার কথা বলেছে।

দেশটির প্রধানমন্ত্রী ইয়েনস স্টলটেনবার্গ পরিস্থিতিকে ভয়ানক বলে বর্ননা করেছেন।

তবে তিনি বলেছেন,পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে।

নরওয়ের প্রধানমন্ত্রী বলছিলেন, গুলি এবং বোমা হামলায় অনেক মানুষের হতাহত হয়েছে।

তবে তিনি বলেছেন , পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে এসেছে।

এদিকে, অসলোর কেন্দ্রস্থলে বোমা হামলায় প্রধানমন্ত্রীর অফিস এবং দেশটির সবচেয়ে বড় ট্যাবলয়েড পত্রিকার অফিস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রধানমন্ত্রীর অফিসের জানালার কাচগুলো ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। অবশ্য প্রধানমন্ত্রী সে সময় অফিসে ছিলেন না।

সেখানে এক বর্গকিলোমিটারের থাকা সব ভবনেরই ক্ষতি হয়েছে।

ঘটনার পর পরই ঐ এলাকায় রাস্তায় ইটসুরকির টুকরো এবং ভাঙ্গা কাচ পড়েছিল।

রক্তাক্ত দেহে অনেক মানুষও পড়েছিল রাস্তায়।

একজন প্রত্যক্ষদর্শী ভয়াবহ ঐ পরিস্থিতির বর্ননা দিতে গিয়ে বলছিলেন, তিনি একটি দোকান থেকে বেড়িয়ে ভাগ্যক্রমে রাস্তার মাঝ দিয়ে হাটছিলেন।

হঠাৎকরেই বিকট শব্দ শুনতে পান ।

মুহুর্তেই তিন দেখতে পান , রাস্তার সর্বত্রই শুধু ভাঙ্গা কাচ এবং ইটসুরকীর টুকরো।

অন্যদিকে মানুষ রাস্তায় শুধু দৌড়াচ্ছে প্রাণে বাচার জন্য ।

কিন্তু কি ঘটে গেলো তখন তা বোঝার অবকাশ কারও ছিল না।

এমন ঘটনার প্রেক্ষাপটে নরওয়ের রাজধানী অসলোসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, এমন ঘটনা ঘটিয়ে কেউ নরওয়ের জনগণ এবং গণতন্ত্রকে ধ্বংস করতে পারবে না।

অসলোতে আহতের সেবা করছে মেডিকেল দল

ছবির উৎস,AFP

ছবির ক্যাপশান,অসলোতে আহতের সেবা করছে মেডিকেল দল

অসলো শহরের কেন্দ্রস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে জনমানবশূন্য রাস্তায় ইটসুরকির টুকরো এবং ভাঙা কাঁচ ছড়িয়ে পড়ে আছে৻

কিছু রিপোর্টে বলা হয়, কিছু লোককে রক্তাক্ত দেহে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে৻ আহতদের এমবুলেন্সে করে নিয়ে যাওয়া হয়৻

নরওয়েজিয়ান জাতীয় সম্প্রচার সংস্থা এনআরকে বলছে শহরের কেন্দ্রস্থলে যাবার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে৻

নরওয়ের টেলিভিশনের সাথে এক টেলিফোন সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ বলেন তাঁর মন্ত্রীসভার সকল সদস্য নিরাপদ আছেন৻

মি স্টলটেনবার্গ বলেন তিনি পুলিশের উপদেশ অনুযায়ী তার বর্তমান অবস্থান গোপন রাখছেন৻

ওলাফ ফারনিস নামে একজন সাংবাদিক ওই সময় কাছাকাছিই ছিলেন৻

‘‘বিরাট একটা বিস্ফোরণ ঘটে, প্রধান সরকারি ভবনটি একটি উঁচু ভবন এবং এর সব জানালার কাচ ভেঙে গেছে৻ এখানে প্রধানমন্ত্রীর অফিস, পত্রিকা অফিস এবং আরো কিছু সরকারি দফতর ছিল, মি. ফারনিস বলেন,

পুরো এলাকাটাই ক্ষতিগ্রস্ত হয়েছে৻ এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা ভবনগুলোর ক্ষতি হয়েছে৻ আমি এমবুলেন্সের শব্দ পাচ্ছি, পুলিশের তৎপরতা দেখতে পাচ্ছি,‘‘

বিস্ফোরণে প্রধানমন্ত্রী ইয়েনস স্টলটেনবার্গ -এর অফিসের জানালার কাচগুলোও চূর্ণবিচূর্ণ হয়ে যায়, তবে প্রধানমন্ত্রী সে সময় তার অফিসে ছিলেন না৻

বিস্ফোরণটা ঠিক কিসের তা নিয়ে এখনো বিভ্রান্তি রয়েছে৻

তবে পুলিশের সবশেষ বক্তব্যে বলা হয়, তারা মনে করছে যে এটি একটি গাড়ি বোমা ছিল, তবে তারা পুরোপুরি নিশ্চিত নয়৻

বিস্ফোরণের পর অনেকগুলো সতর্কতাসুচক এলার্ম সক্রিয় হয়ে ওঠে, এবং আরো একটি বিস্ফোরণ ঘটতে পারে বলে লোকজনকে সতর্ক করে দেয়া হয়। আশপাশের এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নরওয়ের জোড়া সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৯১

আপডেট টাইম : ০৫:৩৩:৫১ অপরাহ্ণ, সোমবার, ১১ জুলাই ২০১১

আন্তর্জাতিক রিপোর্ট।। 

নরওয়ে পুলিশ ৩২ বছরের এক তরুণের বিরুদ্ধে দেশটির সন্ত্রাসদমন আইনে অভিযোগ দায়ের করেছে৻

সন্দেহভাজন এই তরুণের নাম আনডেয়ারস্‌ বেরিং ব্রেইভিক্‌৻ ওই ব্যক্তি চরম জাতীয়তাবাদী মতামত ব্যক্ত করেছে বলে খবর পাওয়া গেছে৻

দেশটির প্রধানমন্ত্রী বলেছেন অসলোর কেন্দ্রে বোমা হামলায় বেশ কয়েকজন সরকারি কর্মচারী নিহত হয়েছেন৻

নরওয়ের পুলিশ বলেছে, রাজধানী অসলোর কাছে উৎঅই দ্বীপে ক্ষমতাসীন লেবার পার্টির এক যুব সম্মেলনে এলোপাথাড়ি গুলির যে ঘটনা ঘটেছে, সেখানে এখনও পর্যন্ত ৮৪ জন নিহত হয়েছে।

আহতও অনেক রয়েছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ আশংকা করছে।

পুলিশ ৩২বছর বয়সের এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশ বলছে, ঐ ব্যক্তি যুব সম্মেলনে প্রথম গুলি চালিয়েছিল ।

ঐ ব্যক্তিই দু’টি সন্ত্রাসী হামলার সাথে জড়িত বলে পুলিশ সন্দেহ করছে।

এরআগে রাজধানী অসলোর কেন্দ্রস্থলে বোমা হামলার যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় নিহতের সংখ্যা এখনও পর্যন্ত সাত জন।

ভয়াবহ বোমা হামলা এবং গুলির ঘটনায় বিপর্যস্ত এলাকায় হতাহতদের উদ্ধার কাজে অগ্রাধিকার দেওয়া হয়।

অসলো থেকে ৮০ কিলোমিটার উত্তর পশ্চিমে উটোয়া দ্বীপে যুব সম্মেলনে অনেক যুবক জড়ো হয়েছিলেন।

সেখানে যখন এলোপাথাড়ি গুলির ঘটনা ঘটেছে।পুলিশের পোশাক পড়ে এক ব্যক্তি অস্ত্র হাতে ঐ সম্মেলন স্থলে আচমকা উপর্যপুরি গুলি চালায়।

সেই পরিস্থিতি থেকে বাচতে অনেকেই সাগরে লাফ দিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা বলেছেন।

নরওয়ের টেলিভিশনে দেখানো হয়েছে, ঘটনার কয়েক ঘন্টা পরও অনেক মৃতদেহ সাগরে ভাসছিল।

নরওয়ের পুলিশ ঘটনার ব্যাপারে একজনকে গ্রেফতার করার কথা বলেছে।

দেশটির প্রধানমন্ত্রী ইয়েনস স্টলটেনবার্গ পরিস্থিতিকে ভয়ানক বলে বর্ননা করেছেন।

তবে তিনি বলেছেন,পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে।

নরওয়ের প্রধানমন্ত্রী বলছিলেন, গুলি এবং বোমা হামলায় অনেক মানুষের হতাহত হয়েছে।

তবে তিনি বলেছেন , পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে এসেছে।

এদিকে, অসলোর কেন্দ্রস্থলে বোমা হামলায় প্রধানমন্ত্রীর অফিস এবং দেশটির সবচেয়ে বড় ট্যাবলয়েড পত্রিকার অফিস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রধানমন্ত্রীর অফিসের জানালার কাচগুলো ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। অবশ্য প্রধানমন্ত্রী সে সময় অফিসে ছিলেন না।

সেখানে এক বর্গকিলোমিটারের থাকা সব ভবনেরই ক্ষতি হয়েছে।

ঘটনার পর পরই ঐ এলাকায় রাস্তায় ইটসুরকির টুকরো এবং ভাঙ্গা কাচ পড়েছিল।

রক্তাক্ত দেহে অনেক মানুষও পড়েছিল রাস্তায়।

একজন প্রত্যক্ষদর্শী ভয়াবহ ঐ পরিস্থিতির বর্ননা দিতে গিয়ে বলছিলেন, তিনি একটি দোকান থেকে বেড়িয়ে ভাগ্যক্রমে রাস্তার মাঝ দিয়ে হাটছিলেন।

হঠাৎকরেই বিকট শব্দ শুনতে পান ।

মুহুর্তেই তিন দেখতে পান , রাস্তার সর্বত্রই শুধু ভাঙ্গা কাচ এবং ইটসুরকীর টুকরো।

অন্যদিকে মানুষ রাস্তায় শুধু দৌড়াচ্ছে প্রাণে বাচার জন্য ।

কিন্তু কি ঘটে গেলো তখন তা বোঝার অবকাশ কারও ছিল না।

এমন ঘটনার প্রেক্ষাপটে নরওয়ের রাজধানী অসলোসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, এমন ঘটনা ঘটিয়ে কেউ নরওয়ের জনগণ এবং গণতন্ত্রকে ধ্বংস করতে পারবে না।

অসলোতে আহতের সেবা করছে মেডিকেল দল

ছবির উৎস,AFP

ছবির ক্যাপশান,অসলোতে আহতের সেবা করছে মেডিকেল দল

অসলো শহরের কেন্দ্রস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে জনমানবশূন্য রাস্তায় ইটসুরকির টুকরো এবং ভাঙা কাঁচ ছড়িয়ে পড়ে আছে৻

কিছু রিপোর্টে বলা হয়, কিছু লোককে রক্তাক্ত দেহে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে৻ আহতদের এমবুলেন্সে করে নিয়ে যাওয়া হয়৻

নরওয়েজিয়ান জাতীয় সম্প্রচার সংস্থা এনআরকে বলছে শহরের কেন্দ্রস্থলে যাবার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে৻

নরওয়ের টেলিভিশনের সাথে এক টেলিফোন সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ বলেন তাঁর মন্ত্রীসভার সকল সদস্য নিরাপদ আছেন৻

মি স্টলটেনবার্গ বলেন তিনি পুলিশের উপদেশ অনুযায়ী তার বর্তমান অবস্থান গোপন রাখছেন৻

ওলাফ ফারনিস নামে একজন সাংবাদিক ওই সময় কাছাকাছিই ছিলেন৻

‘‘বিরাট একটা বিস্ফোরণ ঘটে, প্রধান সরকারি ভবনটি একটি উঁচু ভবন এবং এর সব জানালার কাচ ভেঙে গেছে৻ এখানে প্রধানমন্ত্রীর অফিস, পত্রিকা অফিস এবং আরো কিছু সরকারি দফতর ছিল, মি. ফারনিস বলেন,

পুরো এলাকাটাই ক্ষতিগ্রস্ত হয়েছে৻ এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা ভবনগুলোর ক্ষতি হয়েছে৻ আমি এমবুলেন্সের শব্দ পাচ্ছি, পুলিশের তৎপরতা দেখতে পাচ্ছি,‘‘

বিস্ফোরণে প্রধানমন্ত্রী ইয়েনস স্টলটেনবার্গ -এর অফিসের জানালার কাচগুলোও চূর্ণবিচূর্ণ হয়ে যায়, তবে প্রধানমন্ত্রী সে সময় তার অফিসে ছিলেন না৻

বিস্ফোরণটা ঠিক কিসের তা নিয়ে এখনো বিভ্রান্তি রয়েছে৻

তবে পুলিশের সবশেষ বক্তব্যে বলা হয়, তারা মনে করছে যে এটি একটি গাড়ি বোমা ছিল, তবে তারা পুরোপুরি নিশ্চিত নয়৻

বিস্ফোরণের পর অনেকগুলো সতর্কতাসুচক এলার্ম সক্রিয় হয়ে ওঠে, এবং আরো একটি বিস্ফোরণ ঘটতে পারে বলে লোকজনকে সতর্ক করে দেয়া হয়। আশপাশের এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়।