পাথরঘাটায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত।
- আপডেট টাইম : ১১:২৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ২৬০ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিনিধি।।
বরগুনার পাথরঘাটায় বাদুরতলা এলাকায় র্যাব-৮ এর সাথে বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত হয়। এ সময় আরও ১০ থেকে ১২জন জলদস্যু পালিয়ে গেছে বলে র্যাব জানায়।
পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা এলাকার বিষখালী নদীর তীরবর্তী বারী আজাদের বাড়ির পূর্ব পাশে বিষখালী ওয়াবদার ভেরিবাধের সাথে একটি জঙ্গলে এই ঘটনা ঘটে।
গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে র্যাব ৮ বিষখালী নদীর তীরবর্তী একালয় অবস্থান নেয় জলদস্যুরা টের পেয়ে র্যাবকে লক্ষ্যকরে গুলি ছুড়ে এ সময়ে র্যাব পাল্টা গুলীচালালে
এতে একজন জলদস্যু গুলি বিদ্ধ হয়, বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। বন্দুক যুদ্ধ শেষে উক্ত টহল দল ঘটনাস্থল তল্লাশীকালে গুলিবিদ্ধ অবস্থায় একজন অজ্ঞাতনামা জলদস্যু ও বিভিন্ন ধরনের দেশীয় আগ্নেয়াস্ত্র, রাম দা, লাঠিসোটা উদ্ধার করেন।
পরবর্তীতে র্যাবের সদস্যগন পাথরঘাটা থানা পুলিশকে জানালে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত জলদস্যুকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাবের পটুয়াখালী জোনের লেফটেন্যান্ট কমান্ডার মোক্তার হোসেন অভিযান পরিচালনা করেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, নিহত ব্যক্তি জলদস্যু বলে জানা গেলেও তার নাম-ঠিকানা জানা যায়নি। তার মরদেহ পাথরঘাটা থানায় রাখা হয়েছে পরবর্তীতে বরগুনা মর্গে পাঠানো হবে।