গাজীপুরের কাশিমপুর সুরাবাড়ী এলাকায় ২৬ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,
- আপডেট টাইম : ০৪:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ২৫২ ৫০০০.০ বার পাঠক
মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্ট।।
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর সুরাবাড়ী এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ৫ জনকে অর্থদণ্ড ও ২৬ টি বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযানের খবর পেয়ে একাধিক অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়। বুধবার (৮ ডিসেম্বর ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তেগীর। এ অভিযান চলাকালে আদালত প্রায় ২৬ টি বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। একই সাথে বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করা হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি চন্দ্রা জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মাসুদুর রহমান জানান,স্থানীয় কিছু অসাধু ব্যক্তি অবৈধ ভাবে সুবিধা নিয়ে ওই এলাকায় লাইন সংযোগ দিয়ে আসছে। যা বিপদজনক ও সরকারি সম্পদের অপব্যবহারের শামিল। অভিযানকালে আদালত অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ৫ জনকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ২৬ টি বাড়ীর ৬৮০ টি চুলা জব্দ করা হয়। এছাড়াও কয়েক কিলোমিটার এলাকার পাইপ লাইন সংযোগ অপসারণ করা হয়। এছাড়াও অবৈধ গ্যাস সংযোগে ব্যবহারে বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করা হয়। তিনি আরো বলেন, কোন ভাবেই অবৈধ সংযোগ স্থাপন ও ব্যবহার করতে দেয়া হবেনা।এ সংযোগ বিচ্ছিন্ন করতে পর্যায়ক্রমে তিতাসের এমন অভিযান চলমান থাকবে।অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কাশিমপুর থানার পুলিশ ও ব্যাটিলিয়ন আনসার সদস্যরা সহযোগিতা