মাটিরাঙ্গায় কাভার্ড ভ্যানের চাপায় মোটর সাইকেল আরোহী আহত
- আপডেট টাইম : ১১:১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ২৮৭ ৫০০০.০ বার পাঠক
মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দ্রুতগামী কাভার্ড ভ্যানের চাপায় মো: ওহাব আলী প্রকাশ বাদশা মিস্ত্রি (৩৫) নামে এক মোটর সাইকেল আররোহীর পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৬ ডিসেম্বর) দুপুর সোয়া তিনটার দিকে মাটিরাঙ্গার নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পা বিচ্ছিন্ন হওয়া মো: ওহাব আলী প্রকাশ বাদশা মিস্ত্রি (৩৫) নোয়াখালী সদর উপজেলা পশ্চিম চর মদুয়া এলাকার নসির আহাম্মদের ছেলে। সে খাগড়াছড়ির ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্সে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী জানা গেছে, বিকাল তিনটার দিকে মোটর সাইকেল যোগে মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি যাচ্ছিলেন মো: ওহাব আলী প্রকাশ বাদশা মিস্ত্রি। এসময় মাটিরাঙ্গার নতুনপাড়া এলাকায় পৌছলে বিপরীত দিকে থেকে আসা পন্যবাহী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এসময় তার শরীর থেকে একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় তার ব্যবহৃত মোটর সাইকেলটি দুমড়ে- মুছড়ে যায়।
এ সময় স্থানীয়রা পা বিচ্ছিন্ন হওয়া মো: ওহাব আলী প্রকাশ বাদশা মিস্ত্রিকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে আনার প্রক্রিয়া চলছে। তবে এর চালক পলাতক রয়েছে।