আঁচিল কি ছোঁয়াচে, চিকিৎসা কী?
- আপডেট টাইম : ০৭:৪৩:৩৯ পূর্বাহ্ণ, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ২৩৫ ৫০০০.০ বার পাঠক
ত্বকের প্রাথমিক কিছু রোগ আছে। এছাড়া শরীরের ভেতরের যত সমস্যা হয়, তার পূর্বাভাস হিসেবে ত্বকের ওপর প্রভাব দেখা যায়। – প্রতীকী ছবি
লাইফ স্টাইল।।
ত্বক এমন একটি অর্গান যেটা পুরো শরীরকে ঢেকে রাখে। এটি শরীরের সবচেয়ে বড় অঙ্গ। ত্বকের ৪-৫ হাজার রকমের রোগ আছে। ত্বকের নিজস্ব রোগ আছে।
এ ব্যাপারে ইউনাইটেড হাসপাতালের চর্ম রোগ বিশেষেজ্ঞ অধ্যাপক ডা. জিনান মেহরাজ বলেন, আমাদের শরীরের ভেতরের যত অর্গান আছে, যেমন- হার্ট, লাং, লিভার, কিডনি- এগুলোর সমস্যাগুলো আমরা ত্বকের ওপরেও দেখতে পাই।
ত্বকের প্রাথমিক কিছু রোগ আছে। এছাড়া শরীরের ভেতরের যত সমস্যা হয়, তার পূর্বাভাস হিসেবে ত্বকের ওপর প্রভাব দেখা যায়।
তিনি বলেন, আঁচিল হলে সেটাকে অবশ্যই তুলে ফেলতে হবে। আঁচিল ছোঁয়াচে হয়। এটা নিজে নিজেকেই সংক্রমিত করতে পারে। অন্য কাউকেও করতে পারে। মুখে আঁচিল হলে একটু বেশি সতর্ক থাকতে হবে।
আঁচিল কীভাবে দূর করা যায়?
এ ব্যাপারে চর্ম রোগ বিশেষেজ্ঞ অধ্যাপক ডা. জিনান মেহরাজ বলেন,আঁচিল অনেকভাবেই দূর করা যায়। ক্রায়োসার্জারি মাধ্যমে দূর করা যায়। তবে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও ক্রিমের মাধ্যমে দূর করা যেতে পারে (কিছু দিন ক্রিম মাখতে হয়)। আরেকটা হলো কার্বন-ডাই-অক্সাইড লেজার দিয়ে দূর করা যেতে পারে।